Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

মহীশূরের রাস্তায় চিতাবাঘের ভিডিও ভুয়ো দাবিতে পশ্চিমবঙ্গের বলে ছড়াল

বুম দেখে ভাইরাল ভিডিওটি কর্নাটকের মহীশূরের কেআর নগরে চিতাবাঘ লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা, শ্যামনগর বা বারাসাতের দৃশ্য নয়।

By - Srijanee Chakraborty | 8 Nov 2022 2:09 PM IST

কর্নাটকের (Karnataka) মহীশূরের (Mysuru) লোকালয়ের রাস্তায় চিতাবাঘ (Leopard) আক্রমণের ভিডিও ভুয়ো দাবি সহ পশ্চিমবঙ্গের উত্তর ২৮ পরগণা জেলার শ্যামনগরের (Shyamnagar) কিংবা বারাসাত (Barasat) এলাকার ঘটনা বলে দাবি করা হচ্ছে।

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি কর্নাটকের মহীশূরের কেআর নগরে চিতাবাঘের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা।

ফেসবুকে ভাইরাল হওয়া ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় একটি বাড়ির পাঁচিল বেয়ে ওঠার চেষ্টা করছে একটি চিতাবাঘ। পরে দৌড়াতে গিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা মারে।

ফেসবুকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "Shyamnagar ar রাস্তায় চিতাবাঘ।"

ভিডিওটি দেখুন এখানে

একই ভিডিও শেয়ার করে অন্য একজন ফেসবুক ব্যবহারকারী ক্যাপশন লিখেছেন, "বারাসাত এর রাস্তায় দেখা গেল চিতাবাঘ। দক্ষিণ পাড়া।" 

পোস্টটি দেখুন এখানে। 

 আরও পড়ুন: মোরবী সেতুভঙ্গ: ওরেভা গোষ্ঠীর মালিক বলে ছড়াল গুজরাতের মন্ত্রীর ছবি

তথ্য যাচাই 

বুম লক্ষ্য করে প্রথমে ফেসবুক পোস্টটির নিচে অনেকেই ভিডিওটি শ্যামনগরের ঘটনা নয় বলে দাবি করেছেন। কেউ কেউ দাবি করেছেন ভিডিওটি মহীশূরের।

বুম এই সূত্র ধরে "মহীশূরে চিতাবাঘ আক্রমণ" গুগলে  লিখে কিওয়ার্ড সার্চ করে একাধিক সংবাদ প্রতিবেদন খুঁজে পায়। গণমাধ্যম মিরর নাউ ৪ নভেম্বর ২০২২ ভিডিওটি তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে।

১ মিনিট ৩ সেকেন্ডের দীর্ঘ সংস্করণের ভিডিওটির শিরোনাম অনুবাদ করলে পাওয়া যায়, "মহীশূরে বাইক আরোহীকে চিতাবাঘ আক্রমণ। মহীশূরের কেআর নগরের লোকালয়ে ঢুকে পড়ে।"

ভিডিওটির ১৮ সেকেন্ড সময় থেকে একই দৃশ্য দেখা যাবে।

Full View

৪ নভেম্বর ২০২২ টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই চিতাবাঘটি বন দপ্তরের এক কর্মীকে ঘায়েল করে। চিতাবাঘটির দৌড়ানোর সময়, ২১ বছর বয়সী বাইকআরোহী ছাত্রটি পড়ে গিয়ে আহত হয়। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। দু'জনেই বর্তমানে বিপন্মুক্ত।

ডেকান হেরল্ডের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৭ ঘন্টার চেষ্টায় বনদপ্তর চিতাবাঘটিকে খাঁচাবন্দি করতে সক্ষম হয়েছে। 

বুম বাংলাগণমাধ্যমে বারাসাতে বা শ্যামনগরে চিতাবাঘ বেরনোর কোনও খবর খুঁজে পায়নি।

 আরও পড়ুন: ২০১৩ সালে হাসপাতালে শয্যাশায়ী ইমরান খানের ভিডিও ছড়াল হালের বলে

Tags:

Related Stories