Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

সাম্প্রতিক জাফর এক্সপ্রেস হাইজ্যাকের দৃশ্য দাবিতে ভাইরাল ২০২২-এর ভিডিও

বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২২ সালের যখন বিএলএ বালুচিস্তানের বোলানে একই ধরনের একটি হামলা করেছিল।

By -  Srijit Das |

18 March 2025 6:00 PM IST

একটি চলন্ত ট্রেনে বিস্ফোরণের পুরনো ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করেছেন সেটিতে পাকিস্তানের (Pakistan) বালুচিস্তান (Balochistan) প্রদেশে বালোচ লিবারেশন আর্মির (Baloch Liberation Army) সম্প্রতি জাফর এক্সপ্রেস (Jaffar Express) হাইজ্যাক (hijack) করার দৃশ্য দেখা যায়।

বুম দেখে, ফুটেজটি ২০২২ সালের জানুয়ারি মাসের এবং বালুচিস্তানের বোলান জেলার মাশকাফ এলাকায় বিএলএর করা হামলার দৃশ্য দেখা যায়।

১১ মার্চ, ২০২৫-এ পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের উপর মারাত্মক হামলা করে শতাধিক যাত্রীকে পণবন্দি করে বিএলএ। এক উদ্ধার হওয়া পণবন্দিকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, হামলাকারীরা ক্ষেপণাস্ত্র, বন্দুক এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করেছিল। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী পরে ৩৩ জন হামলাকারীকে হত্যা করে।

এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “এটা সম্ভবত বিশ্বের প্রথম ট্রেন হাইজ্যাকের ঘটনা।একেবারে আস্ত একটা ট্রেন হাইজ্যাক করে নিয়েছে বালুচ বিদ্রোহীরা। বালুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল ট্রেনটি।”


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

ফ্যাক্ট চেক

বুম ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে একই ক্লিপসহ ১৫ এপ্রিল, ২০২২ তারিখের একটি রেডিট পোস্ট খুঁজে পায়। পোস্টটি অনুসারে ভিডিওতে বিএলএর এক হামলায় পাকিস্তানি সেনা বহনকারী জাফর এক্সপ্রেসকে লাইনচ্যুত হতে দেখা যায়। বিএলএ ট্রেনটির উপর রিমোট-নিয়ন্ত্রিত আইইডি হামলা করে যখন সেটি বালুচিস্তানের বোলান এবং সিবি জেলার মধ্যবর্তী এলাকা মুশকাফে দিয়ে যাচ্ছিল।


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

এরপর, এখান থেকে ইঙ্গিত নিয়ে আমরা এই ঘটনা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন খুঁজতে কিওয়ার্ড সার্চ করি। সার্চের মাধ্যমে ফাঙ্কার৫৩০ ওয়েবসাইটে আমরা একই ভিডিও দেখতে পাই যেখান থেকে জানা যায় বিএলএ আক্রমণটি ১৮ জানুয়ারী, ২০২২-এ করেছিল। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন ২০২২ সালের ১৮ জানুয়ারি এই হামলা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে এক ঊর্ধ্বতন রেল কর্মকর্তাকে উদ্ধৃত করে জানানো হয়েছে, বেলুচিস্তানের বোলান জেলার মাশকাফ এলাকায় রেল লাইনের কাছে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। রেলের মহম্মদ কাশিফ ডন.কমকে বলেছেন কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী জাফর এক্সপ্রেস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।

ডন জানায়, বিস্ফোরণের ফলে ট্রেনটি লাইনচ্যুত হয় বলেও কাশিফ উল্লেখ করেন।

Tags:

Related Stories