Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ইউক্রেনে ঢুকছে রুশ জেট বিমান দাবিতে ছড়াল সম্পাদিত ভিডিও

বুম দেখে ভিডিওটি ২০২০ থেকে অনলাইনে রয়েছে এবং রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সঙ্গে সেটির কোনও সম্পর্ক নেই।

By - Srijit Das | 28 Feb 2022 4:40 PM IST

একটি সম্পাদনা-করা ভিডিওতে কিছু বাড়ির ওপর দিয়ে কয়েকটি বিমান উড়ে যেতে দেখা যাচ্ছে আর পেছনে শোনা যাচ্ছে সাইরেনের আওয়াজ। সেটি এই দাবি সমেত সোশাল মিডিয়ায় ঘুরছে যে, তাতে রুশ বিমানগুলিকে ইউক্রেন-এ (Ukraine) ঢুকতে দেখা যাচ্ছে।

কিন্তু বুম দেখে ভিডিওটি ২০২০ থেকে অনলাইনে রয়েছে। তাছাড়া সাইরেনের শব্দ জুড়ে দেওয়া হয়েছে ভাইরাল ক্লিপটিতে।

বেশ কয়েক সপ্তাহ ধরে অচলাবস্থা ও ইউক্রেন সীমান্তে সামরিক সমাবেশ ঘটানোর পর, ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সকালে, রাশিয়া এক বড় ধরনের সামরিক অভিযানের কথা ঘোষণা করে। সামরিক পদক্ষেপটি ঘোষণা করার সময়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যে সব দেশ নাক গলাতে আসবে, তাদের 'এমন পরিণতি হবে, যা আগে কখনও তাদের হয়নি'। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পুতিন যখন ভাষণ দিচ্ছিলেন, সেই সময় খারকিভ ও কিভ-এ প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।

ভিডিওটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়, "ব্রেকিং: ইউক্রেন সামরিক বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে, মার্কিন ক্ষেপণাস্ত্রের সাহায্যে তারা ৫টি রুশ যুদ্ধ বিমান ও একটি হেলিকপ্টার উড়িয়ে দিয়েছে। তাদের যুদ্ধ বিমান গুলি করে নামানোর পর, রাশিয়া তার পুরো বায়ুসেনার শক্তি নিয়ে এগোচ্ছে। পঞ্চম জেনারেশন যুদ্ধবিমান এসইউ-৫৭, এসইউ৩০এসএম, মিগ-২০, মিগ-৩৫, এসইউ-২৭।"


পোস্টটির আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।

ডিএনএ, টাইমস নাও ও ওয়ান ইন্ডিয়া'র মতো সংবাদ সংস্থাগুলিও ভিডিওটি থেকে নেওয়া ক্লিপ একই দাবি সমেত শেয়ার করে।


পোস্টটির আর্কাইভ দেখতে এখানে, এখানে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: 'মাথ্রুভূমি' রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বলে দেখাল ভিডিও গেম আর্মা-৩-এর দৃশ্য

তথ্য যাচাই

ভাইরাল ভিডিওটির একটি প্রধান ফ্রেম নিয়ে আমরা রিভার্স ইমেজ সার্চ করি। তার ফলে, ৪ মে, ২০২০-তে, ইউটিউব-এ আপলোড করা ওই ভিডিওটির একটি বড় সংস্করণ দেখতে পাই।

গুগুল ট্রানস্লেটরের সাহায্যে রুশ ভাষায় লেখা ক্যাপশনটি অনুবাদ করি আমরা। তাতে লেখা ছিল, "প্যারেডের মহড়া ০৫/০৪/২০২০। আকাশের অংশ। তুশিনোর ওপর দিয়ে উড়ে যাচ্ছে বিমান।"

তাছাড়া, ভিডিওটির বড় সংস্করণে আমরা কোনও সাইরেনের শব্দ শুনতে পাইনি। ক্লিপটি নীচে দেখা যাবে।

Full View

ভাইরাল ক্লিপটি ও ২০২০-তে প্রকাশিত ভিডিওটি মেলালে দেখা যায়, সেগুলির প্রধান ফ্রেমগুলি একই। তুলনাটি নীচে দেওয়া হল।


এই সূত্রের ভিত্তিতে, আমরা প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ করি। তার ফলে, ৪ মে, ২০২০-তে প্রকাশিত, রুশ সংবাদ এজেন্সি দ্য মস্কো টাইমস-এর প্রতিবেদন দেখতে পাই আমরা। তাতে বলা হয়, "রাশিয়ার বিজয় দিবস সমারোহে চুয়াত্তরটি রুশ যুদ্ধ বিমান ও হেলিকপ্টার অংশ নেয়। ৯ মে, দ্বিতীয় বিশ্ব যুদ্ধে নাৎসি জার্মানি'র বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের ৭৫ বছর উদযাপিত হবে।

৪ মে, ২০২০-তে ইউটিউব-এ আপলোড করা মস্কো টাইমস-এর ভিডিওতেও একই দৃশ্য দেখা যায়।

Full View

আরও পড়ুন: ইউক্রেনের আকাশে রুশ প্যারাট্রুপার দাবিতে ছড়াল ২০১৬ সালের ভিডিও

Tags:

Related Stories