একটি ব্রিজ ভেঙে (Bridge Accident) গিয়ে বহু মানুষের নিচে জলে পরে যাওয়ার এক ভিডিও সম্প্রতি তামিলনাড়ুতে হওয়া এক সেতু দুর্ঘটনা দাবিতে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
বুম যাচাই করে ভিডিওতে দেখতে পাওয়া দৃশ্যটি কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে তৈরি করা হয়েছে।
ভাইরাল ওই ভিডিওটির বিষয়ে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, "কখন কার বিপদ আসে বলা যায় না। দেখেন ইন্ডিয়াতে তামিলনাড়ুতে একটা ব্রিজ ভেঙে কতগুলো মানুষ নীচে পড়ে গেছে। মুহূর্তের মধ্যে বিপদ চলে এসেছে।"
প্রসঙ্গতঃ উল্লেখ্য, গত ৫ অক্টোবর পশ্চিমবঙ্গের দুধিয়ায় ক্রমাগত বৃষ্টির জেরে বন্যায় ভেঙে যায় লোহার ব্রিজ, প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয় স্বাভাবিক জনজীবন। বন্যা পরিস্থিতির মুখে পড়ে উত্তরবঙ্গে আটকে পড়েন অনেক পর্যটক, প্রাণ হারান কমপক্ষে ২৮ জন। এরই মধ্যে এমনই কিছু ব্রিজ ভেঙে পড়ার ভিডিও শেয়ার করেন নেটিজেনদের অনেকে।
ভাইরাল দাবি: ভিডিওতে তামিলনাড়ুতে হওয়া ব্রিজ দুর্ঘটনার দৃশ্যের
ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "ইন্ডিয়াতে তামিলনাডু একটি ব্রিজ"।
পোস্টটির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।
এধরণের আরও কিছু ব্রিজ ভেঙে পড়ার ভিডিও দেখতে ক্লিক করুন এখানে, এখানে ও এখানে।
আমরা অনুসন্ধানে কী পেলাম: ভিডিওতে কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি দৃশ্য দেখা যায়
১. ভিডিওতে দৃশ্যগত অসঙ্গতি: আমরা ভাইরাল এই ভিডিওগুলি পর্যবেক্ষণ করার সময় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করি। যেমন ব্রিজ থেকে নীচে পড়ে যাওয়ার আগে এক ব্যক্তিকে অদৃশ্য হয়ে যেতে দেখা যায়, আবার অন্যদিকে আরেকটি ভিডিওতে নিজে থেকেই এক ব্যক্তিকে এগিয়ে গিয়ে ব্রিজ ভেঙে যায় আগে জলে পড়ে যেতে দেখা যায় ইত্যাদি।
২. AI যাচাইকারী টুলে পরীক্ষার ফলাফল: আমরা এরপর ভিডিওগুলিকে বাফেলো ইউনিভার্সিটির কৃত্তিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুল ডিপফেক-ও-মিটারে পরীক্ষা করি। ওই পরীক্ষাগুলির ফলাফল দেখে ভিডিওগুলি AI প্রয়োগে তৈরি হওয়ার ব্যাপারে যথেষ্ট প্রমাণ হওয়া যায়।
তামিলনাডুতে ব্রিজ পড়ার দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটির ব্যাপারে ডিপফেক-ও-মিটারে পরীক্ষার ফলাফল নিচে দেখতে পাওয়া যাবে।