Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

সন্দেশখালি কান্ড: বিহারে শ্লীলতাহানির ভিডিও ছড়াল পশ্চিমবঙ্গের বলে

বুম দেখে ভিডিওটি বিহারের সারান জেলার ঘটনা যেখানে ২০২১ সালের সেপ্টেম্বরে এক মহিলাকে ছয়জন ব্যক্তি নির্যাতন করে।

By - Swasti Chatterjee | 28 Feb 2024 9:19 AM GMT

বিহারে (Bihar) এক মহিলাকে একদল লোক মিলে নির্যাতন করার অপ্রীতিকর ভিডিও হোয়াটসঅ্যাপে পশ্চিমবঙ্গের (West Bengal) বলে মিথ্যে দাবি করে শেয়ার করা হচ্ছে। মেসেজটির ক্যাপশনে আরও দাবি করা হয়েছে মুসলিমরা এক হিন্দু মহিলাকে আক্রমণ করেছে।

সাম্প্রতিক সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার সেখানের স্থানীয় মহিলাদের উপর যৌন নির্যাতন এবং অত্যাচার করার দাবি করার ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি শেয়ার করা হচ্ছে। প্রথম রেশন দুর্নীতিতে জড়িয়েছিল শেখ শাহজাহানের নাম। ৫ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য ইডি সন্দেশখালি গেলে শাহজাহানের অনুগামীরা ইডির আধিকারিকদের মারধর করে। শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করা হলেও, শেখ শাহজাহান এখনও অধরা।

ভিডিওটি হোয়াটসঅ্যাপে ইংরেজি এবং কন্নড় ক্যাপশনসহ শেয়ার করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে লেখা হচ্ছে, “দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দানবী মমতা ব্যানার্জী যে শয়তান মুসলিমদের কতটা ছাড় দিয়েছে যারা প্রকাশ্যে হিন্দু মহিলাদের হয়রানি ও নিপীড়ন করে৷ এই সমস্ত রাজ্যের টিমসি, আপের মতো অকেজো, জাতীয় বিরোধী এবং হিন্দুবিরোধী দলগুলি, কমিউনিস্ট এবং কংগ্রেস শাসন করছে সেই সব রাজ্যের অবস্থা ভয়ংকর৷ তাহলে একবার ভাবুন এই নোংরা দলগুলি যদি দেশ শাসন করত তাহলে ভারতের কি হত ৷” (কন্নড়ে মূল ক্যাপশন: ಈ ವಿಡಿಯೋ ಹಾಕಲು ಇಷ್ಟ ಆಗಲಿಲ್ಲ ಆದರೂ ಗಟ್ಟಿ ಮನಸ್ಸು madi ಹಾಕಿದ್ದೇನೆ, ಯಾವ ರೀತಿ ಮುಸ್ಲಿಂ ರ ಅಟ್ಟ ಹಾಸ ನೆಡಿಯುತ್ತ ಇದೆ ಬಂಗಾಳದಲ್ಲಿ. ಇದು ದಿನ ನಿತ್ಯ ಹಿಂದುಗಳ ಮೇಲೆ ನಡೆಯುತಿರುವ ಹಿಂಸಾಚಾರ wes bangal ಬಂಗಾಳದಲ್ಲಿ.)

ভিডিওটিতে অপ্রীতিকর দৃশ্য থাকায় বুম সেটিকে অন্তর্ভুক্ত করেনি।

আরও পড়ুন -সাংবাদিকের সামনে মহিলাকে মারধরের ভিডিওটি সন্দেশখালির ঘটনা নয়

তথ্য যাচাই

বুম ভিডিওটিকে মূলফ্রেমে ভেঙে সেগুলি দিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ৫ অক্টোবর ২০২১ তারিখের এই একই ভিডিও সহ একটি ফেসবুক পোস্ট পাই। পোস্টটির ক্যাপশনে বলা রয়েছে এই ঘটনাটি বিহারের ছাপরা জেলার। পোস্টটির আর্কাইভটি দেখতে ক্লিক করুন এখানে


আমরা এটিকে সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করলে এই ঘটনাটি নিয়ে ৭ অক্টোবর ২০২১ এর নিউজ ওয়ার্ল্ড ইন্ডিয়ার একটি খবর সম্প্রচারের ভিডিও ইউটিউবে খুঁজে পাই। ইউটিউবের ভিডিওটিতে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট ব্যবহার করা হয়েছিল। খবর সম্প্রচারের অনুসারে, এই ঘটনাটি ছাপরার একটি গ্রামে ঘটে যেখানে এক মহিলাকে ধরে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছিল।

Full View

লাল্লানটপের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি মূলত সারান জেলার দারিয়াপুর পুলিশ স্টেশনের এলাকাতে ঘটে। ওই মহিলাকে দারিয়াপুর রেলের ওয়ার্কশপ থেকে দারিহারা চাওয়ার যাওয়ার রাস্তায় হেনস্থা হয়েছিল।

নবভারত টাইমসের প্রতিবেদন থেকে জানা যায় ওই ছয় জন অভিযুক্তর নাম হল আখিলপুরের গুড্ডু রায়, আমোদ রায়, রাকেশ কুমার ও ধর্মেন্দ্র কুমার এবং সমনচকের অরবিন্দ কুমার ও নিতিশ কুমার। পুলিশ জানাই ঘটনাটি ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে ঘটে। ওই সময় পুলিশ অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফতার করেছিল।


হিন্দুস্থান টাইমের খবর থেকে আমরা জানতে পারি আসল অভিযুক্ত গুড্ডু রায়, যে ভিডিওটি করেছিল তাকে পুলিশ ১১ অক্টোবর ২০২১ গ্রেফতার করে।

বুম ঘটনাটিতে কোন সাম্প্রদায়িক অংশ রয়েছে কিনা তা জানার জন্য দারিয়াপুর পুলিশ স্টেশনের যোগাযোগ করেছে। জবাব পেলে প্রতিবেদনটি আপডেট করা হবে।

Related Stories