ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli) ও একটি বাচ্চা মেয়ের ভুয়ো ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হচ্ছে ভাইরাল তিনটি ছবিতে বিরাট ও তার স্ত্রী অনুষ্কার (Anushka Sharma) প্রথম সন্তান ভামিকা কোহলিকে (Vamika Kohli) দেখা যায় বাবা বিরাটের পাশে।
বুম দেখে ভাইরাল ছবিগুলি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে তৈরি। বিরাট কোহলি বা অনুষ্কা শর্মা কেউই এখনও অবধি তাদের সন্তানদের ছবি প্রকাশ্যে আনেননি।
২০২১ সালের জানুয়ারি মাসে মেয়ে ভামিকার জন্মের সাথে সাথে প্রথমবার বাবা-মা হন বিরাট-অনুষ্কা। বর্তমানে ৪ বছরের ভামিকা ছাড়াও, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে রয়েছে তাদের এক বছরের ছেলে অকায় কোহলি।
ভাইরাল দাবি
ভাইরাল তিনটি ছবিতে বিরাট কোহলির সাথে একটি হলুদ জামা পরা বাচ্চা মেয়েকে দেখা যায় যার চেহারায় অনুষ্কা শর্মার সঙ্গে ভীষণ মিল পাওয়া যায়। বিরাট ও অনুষ্কার মেয়েকে তার মায়ের মতো দেখতে হয়েছে বলে ছবিগুলি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "মিনি আনুষ্কা — যেন মায়েরই প্রতিচ্ছবি চাহনি, হাসি, আর চোখে যেন একইরকম দীপ্তি। জেনেটিক ম্যাজিক বললে কম বলা হয়।"
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. বিরাট ও অনুষ্কা ভামিকার ছবি প্রকাশ করেননি
বুম ভাইরাল দাবিটি যাচাই করতে প্রথমেই বিরাট কোহলি বা অনুষ্কা শর্মা কেউ সম্প্রতি তাদের মেয়ে ভামিকার ছবি প্রকাশ করেছেন কিনা জানতে গুগলে কিওয়ার্ড সার্চ করে। কিন্তু, আমরা ভামিকার বর্তমান ছবি বা তার ক্যামেরার সামনে আসা সংক্রান্ত কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাইনি। এছাড়াও, আমরা বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সমাজমাধ্যম অ্যাকাউন্টেও ভামিকার এমন কোনও ছবি পাইনি যেখানে তার মুখ দেখা যাচ্ছে।
২. ভাইরাল ছবি AI দিয়ে তৈরি
ভাইরাল ছবিগুলি পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায় বিরাট ও তার মেয়ের চুলের ধরন, চোখের দৃষ্টি ও ত্বকের মসৃণ ভাবের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের সংকেত পাওয়া যায়। আমাদের পর্যবেক্ষণ থেকে ইঙ্গিত নিয়ে আমরা তিনটি ছবিকেই কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট হাইভ মডারেশন ও ওয়াজ ইট এআইয়ে পরীক্ষা করে দেখি প্রত্যেকটি ছবিই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। নীচে পরীক্ষার ফলাফল দেখা যাবে।