Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভুয়ো দাবি: বিরাট কোহলির নেতৃত্বে ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ

তিন পর্বের এই খেলায় প্রথম সিরিজে নেতৃত্ব দেন হার্দিক পাণ্ড্য; রোহিত শর্মা প্রথম পর্বে খেলবেন না বিসিসিআই আগেই জানায়।

By - Sk Badiruddin | 19 March 2023 9:17 AM GMT

ভুইফোঁড় ব্লগের প্রতিবেদন শেয়ার করে সোশোল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি করা হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) ওডিআই (ODI Series) সিরিজে নেতৃত্ব (Captain) দেবেন বিরাট কোহলি (Virat Kohli)।

বুম যাচাই করে দেখে ওই প্রতিবেদনের দাবি বিভ্রান্তিকর। তিন পর্বের এই টুর্নামেন্টের প্রথম সিরিজে নেতৃত্ব (captaincy) দেবে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও রোহিত শর্মা (Rohit Sharma) প্রথম পর্বে খেলবেন না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সেকথা আগেই জানায়।

ভারত বনাম অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজের প্রথম খেলা ১৭ মার্চ অনুষ্ঠিত হয় মুম্বইয়ে ওয়ানখেড়ে স্টেডিয়ামে। ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত। এই খেলার প্রাক্কালে সংশ্লিষ্ট ভুয়ো দাবি করা হয়েছিল।

১৬ মার্চ প্রকাশিত ‘বঙ্গ খবর’ নামে ওই ব্লগের প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে, “ওস্তাদের মার শেষ রাতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হার্দিক নয় অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি” (বানান অপরিবর্তিত)।

ফেসবুক পোস্টে শেয়ার করা ওই প্রতিবেদনে লেখা রয়েছে, “১৭ মার্চ থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিনটি ওয়ানডে সিরিজ খেলা হবে। তবে সিরিজের প্রথম ওয়ানডেতে, টিম ইন্ডিয়ার নিয়মিত অধিনায়ক হিট ম্যান রোহিত শর্মা ব্যক্তিগত কারণে টিম ইন্ডিয়ার বাইরে থাকবেন। রোহিত শর্মার জায়গায়, নির্বাচকরা হার্দিক পান্ড্যকে অধিনায়কত্ব হস্তান্তর করেছেন। তবে এখন হার্দিক পান্ড্যকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন বিরাট কোহলিকে অধিনায়কত্ব করতে দেখা যাবে।”

আর্কাইভ প্রতিবেদনটি পড়ুন এখানে

ব্লগের লিঙ্কটি শেয়ার করে শিরোনামের কথায় লেখা হয়েছে ফেসবুক পোস্টের ক্যাপশনে।

ফেসবুক পোস্টটি দেখুন এখানে



তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে ওই প্রতিবেদনের দাবি বিভ্রান্তিকর। এই সিরিজে বিরাট কোহলি ক্যাপ্টেন হবেন একথা বিসিসিআই এর তরফে জানানো হয়নি। মূলধারার গণমাধ্যমেও এব্যাপারে প্রতিবেদন খুঁজে পায়নি বুম।

১৭ মার্চ ২০২৩ বিসিসিআই টুইট করে জানায়, প্রথম ওডিআই সিরিজে ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলায় ভারতের ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য।



বিসিসিআই-এর ওয়েবসাইটেও খেলোয়াড়দের তালিকা দেওয়া হয়েছিল।


প্রথম পর্বের খেলায় হার্দিক পাণ্ড্য খেলায় নেতৃত্ব দেবেন এব্যাপারে মূল ধারার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। পড়ুন বিজনেস স্ট্যান্ডার্ডইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

রোহিত শর্মা পারিবারিক কারণে প্রথম পর্বের খেলায় থাকবেন না সে কথাও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনগুলিতে।

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, রবিবার ১৯ মার্চের দ্বিতীয় দিনের ওডিআই খেলায় ইশান কিশানের বদলে ফিরে এসেছেন রহিত শর্মা।



Related Stories