সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একটি ভিডিও যেখানে একটি মন্দিরের (Temple) এবং তার সংলগ্ন জায়গার দৃশ্য দেখা যায়। দাবি করা হয় এটি অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Temple) দৃশ্য।
বুম যাচাই করে দেখে এটি আসলে কাশী বিশ্বনাথ মন্দিরের দৃশ্য, অযোধ্যার রাম মন্দিরের নয়। আমরা কথা বলি কাশী বিশ্বনাথ মন্দিরের আধিকারিকের সাথে যিনি বুমকে নিশ্চিত করেন এটি সেখানকারই দৃশ্য।
২২ জানুয়ারি, ২০২৪ তারিখে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা। এই অনুষ্ঠানের আমন্ত্রণ ইতিমধ্যে পৌঁছে গেছে রণবীর কাপুর, আলিয়া ভট্ট, চিরঞ্জীবী সহ বহু তারকাদের কাছেও।
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে দাবি করেন এটি রাম মন্দিরের দৃশ্য।
এই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে এটি আসলে কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গনের দৃশ্য। আমরা প্রথমেই ভিডিওর অংশগুলি রিভার্স সার্চ করি এবং লক্ষ্য করি একটি মূর্তি ভিডিওতে উপস্থিত আছে যার বিষয় বলা হয় এটি রানী অহিল্যবাই হলকারের।
এই সংক্রান্ত তথ্য পাওয়া যায় yappe.in নামক ভ্রমণ ওয়েবসাইটে এবং এখানে বলা হয় এটি উত্তরপ্রদেশের বেনারসে অবস্থিত। এছাড়াও, এই ওয়েবসাইটে জায়গাটির গুগল ম্যাপের লিংকও উপস্থিত থাকতে দেখা যায়।
ওয়েবসাইটের লিংক এখানে দেখা যাবে।
আমরা এরপর সেই ঠিকানা গুগল ম্যাপে সার্চ করায় লক্ষ্য করি এটির স্ট্রিট ভিউতে যে মূর্তিটি দেখা যায় তার সাথে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর মিল রয়েছে।
গুগল ম্যাপের এই লিংক দেখতে এখানে ক্লিক করুন।
আমরা আরও লক্ষ্য করি জায়গাটি কাশী বিশ্বনাথ মন্দিরের নিকটতম এলাকার। এই সংক্রান্ত একটি কিওয়ার্ড সার্চ করায় আমরা একটি ভিডিও খুঁজে পাই যেখানে কাশী বিশ্বনাথ মন্দিরের একটি ভ্রমণ ব্লগ দেখা যায়। এই ভিডিওর ৪.৫৯ মিনিট থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর মিল লক্ষ্য করা যায়। বলা হয় 'গেট-১' থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। এই গেট-১ লেখা জায়গাটির সাথেও বুম সোশ্যাল মিডিয়ার ভিডিওটির মিল লক্ষ্য করে।
এই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
এরপর আমরা লক্ষ্য করি এই ভিডিওতে রানী অহিল্যবাই হলকারের মূর্তিটিও উপস্থিত রয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিডিওর সাথে এই দৃশ্যটির একটি তুলনা নিচে দেখা যাবে:
এরপর আমরা যোগাযোগ করি কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল ভার্মার সাথে যিনি বুমকে নিশ্চিত করে বলেন,"হ্যা, এটি কাশী বিশ্বনাথ মন্দিরের দৃশ্য।"