সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মাঠে চক্রব্যূহ আকারে বহু মানুষের জমায়েতের এআই (artificial intelligence) দিয়ে তৈরি ছবি শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন সেটিতে কলকাতার ব্রিগেডের মাঠে (brigade ground) গীতা (Geeta) পাঠের দৃশ্য দেখা যায়।
বুম দেখে ভাইরাল ছবিতে গুগল এআইয়ের জলছাপ লক্ষ্য করা যায়। একাধিক এআই যাচাইকারী টুলে ছবিটি পরীক্ষা করেও নিশ্চিত হওয়া যায় সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
৭ ডিসেম্বর, ২০২৫-এ কলকাতার ব্রিগেডের মাঠে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করে সনাতন সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর মতো নানা ধর্মীয় সংগঠনের পরিচিত মুখ। এছাড়াও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের মতো রাজ্য বিজেপির শীর্ষ স্থানীয় নেতা-নেত্রীরা এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দাবি
ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "ব্রিগেড ময়দান যার নাম দেয়া হয়েছে, কুরুক্ষেত্র ময়দান এবং কুরুক্ষেত্রের চক্রবুহের মতো মানুষকে বসিয়ে গীতা পাঠ করানো হচ্ছে।।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ছবিটি এআই নির্মিত: আমরা ভাইরাল ছবিতে গুগলের এআই টুল জেমিনির জলছাপ লক্ষ্য করি। এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা ছবিটি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা করি। হাইভ মডারেশনে পরীক্ষার ফলাফল অনুসারে ছবিটির ৯৮.৯% কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপর, নিশ্চিত হতে আমরা Google SynthID টুলে ছবিটি পরীক্ষা করি। Google SynthID জানায়, ছবিটি গুগল এআই দিয়ে তৈরি।






