সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওয় দেখা যায় এক মহিলা শিল্পী বাঁশের কঞ্চি দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি মূর্তি (statue) তৈরি করেছেন।
বুম ভাইরাল ভিডিওটি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয়েছে ভিডিওটি এআই নির্মিত।
পশ্চিমবঙ্গ বিজেপির মিডিয়া সহ-আহ্বায়ক কেয়া ঘোষ নারকেল পাতা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তি তৈরির একটি এআই নির্মিত ভিডিও আসল দাবি করে তার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন। বুম দাবিটি খণ্ডন করে ভিডিওর তথ্য যাচাই করে। পড়ুন এখানে।
দাবি
২১ সেকেন্ডের ভিডিওটি একটি ফেসবুক পেজের তরফ থেকে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "বাংলার মানুষের চিন্তা নেই, তাদের কাছে আছে দিদির সুরক্ষা কবচ।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভাইরাল ভিডিও এআই নির্মিত: বুম কিওয়ার্ড সার্চ বা রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কোনও বিশ্বাসযোগ্য তথ্যসূত্র খুঁজে পায়না যা আমাদের এই মূর্তির ব্যাপারে বিস্তারিত জানায়।
এরপর, আমরা এআই যাচাইকারী টুল ডিপফেক-ও-মিটারে ভিডিওটি পরীক্ষা করি। ডিপফেক-ও-মিটারের পরীক্ষায় ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা পাওয়া গেছে।
নিশ্চিত হতে আমরা ভিডিওটি এআই যাচাইকারী টুল হাইভ মডারেশনে পরীক্ষা করি। টুলটি নিশ্চিত করে ভিডিওটি এআই নির্মিত। ফলাফল দেখুন নীচে।






