Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

SIR: শিয়ালদহ স্টেশন হয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা বলে ছড়াল পুরনো ভিডিও

বুম দেখে ভাইরাল ভিডিওয় ১৫ অক্টোবর, ২০২৫-এ শিয়ালদহ স্টেশনে এক লাইনে পরপর দুটি ট্রেন আসার ফলে যাত্রীদের অত্যাধিক ভিড়ের দৃশ্য দেখা যায়।

By - Srijanee Chakraborty | 22 Nov 2025 11:36 AM IST

পশ্চিমবঙ্গের (West Bengal) শিয়ালদহ (Sealdah) স্টেশনে শতাধিক মানুষের ভিড়ের একটি ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন এসআইআরের (SIR) আতঙ্কে রাজ্যে বসবাসকারী অবৈধ (illegal) বাংলাদেশিদের (Bangladeshi) পালানোর ভিডিও এটি।

বুম দেখে ভাইরাল ভিডিও এসআইআর শুরু হওয়ার আগে ১৫ অক্টোবর, ২০২৫-এর। ভিডিওয় শিয়ালদহ স্টেশনে লালগোলা-শিয়ালদহ মেমু ট্রেনের পরপরই, একই লাইনে আরেকটি যাত্রীবাহী ট্রেন আসার ফলে তৈরি ভিড় দেখা যায়।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের কাছে ফর্ম জমা দেওয়ার শেষ দিন ৪ ডিসেম্বর।

ভাইরাল দাবি

শিয়ালদহ স্টেশনে শতাধিক মানুষের ভিড় এবং হুড়োহুড়ির ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, “শিয়ালদহ রেল স্টেশন জানে SIR এর মানে”

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

অনুসন্ধানে আমরা কী পেলাম

১. পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার আগের ভিডিও: বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ১৫ অক্টোবর, ২০২৫-এ করা তোফিক খান নামক এক ফেসবুক ব্যবহারকারীর পোস্টে ভাইরাল ভিডিওটি দেখতে পায়। পোস্টের ক্যাপশনে ওই ব্যবহারকারী জানিয়েছেন, “লালগোলা শিয়ালদা মেমো ট্রেন ঢুকেছে তার পরে প্যাসেঞ্জার খালি হয়নি আর একটা ট্রেন দিয়ে দিয়েছে দিয়ে সেম লাইনে অবস্থা দেখুন দুটো বাচ্চা ভেতরে পড়ে গেছে কি অবস্থা হয়েছে তা এখনো জানা যায়নি।” উল্লেখযোগ্য বিষয়, ভিডিওটি গত ১৫ অক্টোবরের অর্থাৎ ২৭ অক্টোবর, ২০২৫-এ পশ্চিমবঙ্গ সহ ভারতের মোট ১২টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু ঘোষণার আগের।

Full View

২. ঘটনার সত্যতা যাচাই: আমরা তোফিক খানের ফেসবুক পেজে ৫ নভেম্বর, ২০২৫-এ পোস্ট করা আরও একটি ভিডিও পাই যেখানে তিনি ভাইরাল দাবিটি খণ্ডন করেছেন। এই পোস্টে তোফিক জানান, তিনি নিজে লালগোলা থেকে শিয়ালদহ এসেছিলেন এবং ওই ভিড়ের মধ্যে উপস্থিত ছিলেন। তিনি জানান ভিড়ের দৃশ্যটি তিনি নিজেই ক্যামেরাবন্দি করেছেন।

Full View

এছাড়াও, আমরা দেখি স্টেশনের ঘড়িতে ঘটনার সময় বিকেল ৪:১৯ বাজে। তোফিকের কথা অনুযায়ী সেসময়ের কাছাকাছি লালগোলা-শিয়ালদহ ট্রেনটি পৌছায় এবং ক্যাপশনে তিনি উল্লেখ করেন ট্রেনটি লালগোলা-শিয়ালদহ মেমু ট্রেন ছিল।

এর থেকে ইঙ্গিত নিয়ে আমরা eRail.in-এর ওয়েবসাইটে ১৫ অক্টোবর, ২০২৫-এ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি দেখি যেখানে ট্রেনটির আসার সময় বিকেল ৪টে উল্লেখ করা রয়েছে যা ভাইরাল ভিডিওয় দৃশ্যমান সময়ের কাছাকাছি।


এছাড়াও, আমরা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ যাওয়ার ট্রেন সম্পর্কে কিওয়ার্ড সার্চ করলে জানতে পারি বর্তমানে ভারত – বাংলাদেশ দুই দেশের মধ্যে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য। এর থেকে বোঝা যায়, ভাইরাল ভিডিওয় দৃশ্যমান ভিড় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নয়।

Tags:

Related Stories