সোশ্যাল মিডিয়ায় ক্যালিফোর্নিয়ার (California) লস অ্যাঞ্জেলেস (Los Angeles) শহরে ভয়ঙ্কর দাবানলের (wildfires) প্রকোপে ক্ষতিগ্রস্ত বন্য প্রাণীদের (wild animals) একটি ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। ওই ক্লিপে বিভিন্ন বন্য প্রাণীকে আগুনের থেকে প্রাণ বাঁচাতে চারিদিকে ছোটাছুটি করতে দেখা যায়।
বুম দেখে ভাইরাল ভিডিওটি কোনও আসল ঘটনার দৃশ্য নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।
দীর্ঘ দুই সপ্তাহের বেশি সময় ধরে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায়; প্যালিসেডস এবং ইটন এলাকায় আগুনের ভয়াবহতা প্রধানত বেশি। দাবানলে ২৭ জনের প্রাণহানি এবং হাজার হাজার ঘরবাড়ি, ইমারত ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে যা আগুন নিয়ন্ত্রনে সাহায্য করলেও ধ্বংসাবশেষের উপর বৃষ্টি বন্যার আশঙ্কা তৈরি করেছে।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "দাবানলের আগুন যেন সাপের মতো পেঁচিয়ে ধরেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরকে, যা দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। প্রকৃতির এই ভয়াবহ রূপ আমাদের আরও সচেতন হতে শেখায়।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
বুম এর আগেও লস অ্যাঞ্জেলেস দাবানলে ক্ষতিগ্রস্ত বন্য প্রাণী দাবি করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর তথ্য যাচাই করেছে। দেখুন এখানে।
তথ্য যাচাই: ভিডিওটি AI দিয়ে তৈরি
আমরা প্রথমে গুগলে কিওয়ার্ড সার্চ করে দেখি লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্ত বন্য প্রাণী সংক্রান্ত এমন কোনও ভিডিও প্রকাশ্যে এসেছে কিনা। তবে, সার্চের মাধ্যমে আমরা কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন বা তথ্য পাইনি যা ভাইরাল দাবি সমর্থন করে।
এরপর, ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে বন্য প্রাণীগুলির মধ্যে বিভিন্ন অসঙ্গতি ধরা পরে, বিশেষত তাদের চলাফেরার মধ্যে। ভিডিওয় কখনও তাদের তিনটি পা তো কখনও চারটি বা চারটিরও অধিক, অনেক সময় পায়ের গথনে বিকৃতিও লক্ষ্য করা যায়। কোনও কোনও সময় পশুগুলিকে আগুনের থেকে না পালিয়ে আগুনের মধ্যেই যেতে দেখা যায় যা অস্বাভাবিক।
এরথেকে ইঙ্গিত নিয়ে আমরা ভিডিওটিকে ডিপফেক-ও-মিটারে পরীক্ষা করি। ডিপফেক-ও-মিটার কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট।
ডিপফেক-ও-মিটারে পরীক্ষা করে আমরা দেখি ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। নীচে প্রাপ্ত ফলাফলটি দেখা যাবে।
এবিষয়ে, আরও নিশ্চিত হতে আমরা ভিডিওর কিছু দৃশ্যের স্ক্রিনশট হাইভ মডারেশনে পরীক্ষা করি। পরীক্ষার ফলাফল নীচে দেওয়া হল।