সম্প্রতি সমাজমাধ্যমে প্রয়াত গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) একটি ছবি ব্যবহারকারীরা শেয়ার করে দাবি করেছেন সেটি হাসপাতালে তোলা তার অন্তিম ছবি (last photo)।
বুম অনুসন্ধানে দেখে ছবিটি আসলে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তোলা যখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে শ্বাসকষ্ট জনিত কারণে জলে ডুবে মৃত্যু হয় অহমিয়া গায়ক জুবিন গর্গ।
ভাইরাল দাবি
হাসপাতালের খাটে জুবিন গর্গের শুয়ে থাকার একটি ছবি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন, "জুবিন গার্গের শেষ ছবি।। আসাম আজ বাকরুদ্ধ...।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ছবিটি ২০২০ সালের: বুম ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে আমরা অসমের সংবাদমাধ্যম নিয়মীয়া বার্তার ১৯ ফেব্রুয়ারি, ২০২০ সালের একটি প্রতিবেদনে একই ছবি দেখতে পাই। প্রতিবেদন অনুসারে, গুয়াহাটির টাউন ক্লাবের একটি অনুষ্ঠানে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন জুবিন গর্গ। সেসময় তাকে নেমকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা করা হয়। প্রতিবেদনের একটি আর্কাইভ দেখুন এখানে।
একাধিক গণমাধ্যম সেসময় জুবিন গর্গের হঠাৎ অসুস্থ হয়ে পড়া নিয়ে রিপোর্টও করে। গুয়াহাটি টাইমস মিডিয়ার ভিডিও রিপোর্টে তার অসুস্থ হয়ে পড়ার মুহূর্তও দেখা যায়।