২০১৭ সালে তোলা বিহারের খানাখন্দে ভরা একটি রাস্তার ছবি ওয়েনাড়ের বলে চালানো হচ্ছে। পোস্টের উদ্দেশ্য মূলত কংগ্রেস নেতা রাহুল গাঁধী প্রতি কটাক্ষ করা, কারণ কেরলের ওই সংসদীয় কেন্দ্র থেকে উনি নির্বাচিত হন। বুম দেখে ছবিটি হল বিহারের ভাগলপুরের কাছে এনএইচ-৮০ এর।
একই ক্যাপশন সহ রাজনৈতিক গ্রুপগুলির মধ্যে পোস্টটি শেয়ার করা হচ্ছে। পোস্টের আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
"Rumours vs Reality" @ShekharGupta Ji, that's hw Bihar is defamed.Hope u will acknowledge reality. One shd validate facts before retweeting pic.twitter.com/Hy3iuoG1Jg
— Tejashwi Yadav (@yadavtejashwi) July 2, 2017