অভিনেতা, রাজনীতিক, বডিবিল্ডার আর্নল্ড শোয়ার্জেনেগার একটি ছবি বিভ্রান্তিকর দাবি সহ সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ছবিটিতে দেখা যাচ্ছে আর্নল্ড শোয়ার্জেনেগার তারই মূর্তির পাদদেশের নীচে স্লিপিং ব্যাগের ভেতর শুয়ে রয়েছেন। ভুয়ো পোস্টটিতে দাবি করা হচ্ছে তাঁরই উদ্ধোধন করা হোটেলে জায়গা না মেলায় বাধ্য হয়ে তিনি এই ভাবে শুয়েছেন।
পোস্টটিতে লেখা হয়েছে, ''বিখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগার তার নিজের সুবিখ্যাত ব্রোঞ্জ মূর্তির সামনে নিদ্রিত অবস্থার একটা ছবি পোষ্ট করেন এবং ক্যাপশন লেখেন-''সময় কিভাবে বদলায়।" তিনি বৃদ্ধ হয়েছেন বলে এ বাক্যটি লিখেননি। তাঁর এই ব্রোঞ্জ মূর্তিটি যখন এই হোটেলের সামনে স্থাপন করা হয়, তখন তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন এবং তিনিই হোটেলটি উদ্বোধন করেন। হোটেল ম্যানেজমেন্ট তাকে সম্মানের সাথে প্রতিশ্রুতি দিয়ে সেদিন বলেছিলেন, "যে কোন দিন, যে কোন সময় আপনি এই হোটেলে এলে আপনার জন্য একটি কক্ষ সংরক্ষিত থাকবে।" পরবর্তীতে আর্নল্ড সেই হোটেলে গেলে তাকে হোটেল প্রশাসন থেকে বলা হয় যে, "এই মুহুর্তে কোন ঘর খালি নেই। তাই আপনাকে এখান থেকে ফেরাতে হচ্ছে।" তিনি তখন তার মূর্তির নীচে ঘুমিয়ে পড়েন এবং তার এই অবস্থা কল্পনা করার অনুরোধ করেন অন্যদের। তিনি এটাই বলতে চেষ্টা করেছেন যে, মানুষ যখন তার উচ্চ আর ভাল অবস্থানে থাকে তখন সে মূল্যায়িত, অন্যথায় নয়। যখন সময় বদলায়, তখন সে মূল্যায়ন কমায়, নিজের অবস্থান, ক্ষমতা বা বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত আস্থাবান হওয়া উচিৎ নয়। এই পৃথিবীতে স্থায়ী বলে কিছুই নেই।''
আর্নল্ড শোয়ার্জেনেগার বলিউডের নামকরা অভিনেতা। বিভিন্ন অ্যাকশন মুভি বিশেষত টার্মিনেটর সিরিজে অভিনয়ের সুবাদে পরিচিত সারা বিশ্বে। এই প্রাক্তন বডিবিল্ডার পরে রাজনীতিতে যোগ দেন। তাঁর নামেই প্রতিবছর আয়োজিত হয় আর্নল্ড স্পোর্টস ফেস্টিভ্যাল।
শোয়ার্জেনেগারের ভাস্কর্যটি অবস্থিত ওহায়োর গ্রেটার কলমবাস কনভেনশন সেন্টারের বাইরে। কোনও হোটেলের বাইরে নয় যেমনটি এই ফেসবুক পোস্টে ভুয়ো দাবি করা হয়েছে।
আর্নল্ড শোয়ার্জেনেগার রিপাবলিকান দলের হয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন ২০০৩ এর নভেম্বর থেকে ২০১১ এর জানুয়ারি মাস পর্যন্ত। ২০১২ সালে শোয়ার্জেনেগার তাঁর ৮ ফুট উচ্চতার ব্রোঞ্জের ভাস্কর্যটি ফ্রাঙ্কলিন কান্ট্রি ভেটারান মেমোরিয়ালের জন্য উন্মোচন করেন। পরে ২০১৪ সালে ওই ভাস্কর্যটি স্থান পায় এই নতুন জায়গা গ্রেটার কলমবাস কনভেনশন সেন্টারের বাইরে।
কলমবাসের ওহায়োতে শুটিং চালাকালে এই ছবিটি তোলা হয়েছিল ২০১৬ সালের জানুয়ারি মাসে। শোয়ার্জেনেগার এই ছবি ইস্টাগ্রামে পোস্ট করেন ১৫ জানুয়ারি ২০১৬। কৌতুকবশত ছবিটিতে ক্যাপশন লেখা হয়েছিল, ''কী ভাবে সময় বদলায়'' (মূল ইংরাজিতে: How times have changed)
২০১৭ সালে ডেইলি পাকিস্তান ও ২০১৮ সালে স্নোপস বিষয়টি তথ্য-যাচাই করেছে।