Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

লকডাউনের সময় দীপিকা পাড়ুকোনকে মদ কিনতে দেখা গেল? না, তা ঠিক নয়

ভিডিওটি অভিনেত্রী রাকুল প্রীত সিং-এর, যিনি গত ৫ মে ওষুধ ও অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিস কিনতে বেরিয়েছিলেন

By - Swasti Chatterjee | 8 May 2020 5:20 PM IST

বান্দ্রা পালি হিল-এর একটি ওষুধ ও অন্যান্য জিনিসের দোকান থেকে বেরিয়ে আসা অভিনেত্রী রাকুল প্রীত সিং-এর একটি ছবিকে নেটিজেনরা ভুল করে দীপিকা পাড়ুকোনের ছবি বলে শনাক্ত করে ভাইরাল করেছেন এই মর্মে যে, লকডাউনের সময় দীপিকা মদ কিনতে বেরিয়েছেন।

মহারাষ্ট্র সরকারের নির্দেশে ৪ মে মদ বিক্রির বিচ্ছিন্ন দোকানগুলি খোলার নির্দেশ দিলেও পরের দিনই সেগুলি বন্ধ করে দেওয়ার আদেশ জারি হয়।

মুম্বইয়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে মুম্বই পুরসভা ৬ মে মদের দোকানগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে।

বলিউডের আলোকচিত্রী বিরল ভায়ানির দল এই ভিডিওটি তোলে, যাতে রাকুল প্রীতকে ওষুধ ও অন্যান্য জিনিসের দোকান থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে ব্যঙ্গ করে লেখা হয়েছে: "মুম্বইয়ে মদ কিনছেন দীপিকা পাড়ুকোন...'সামাজিক দূরত্ব' রক্ষা করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত...চাকর-বাকররা নেই...ড্রাইভার নেই...!"

ভিডিওটির সত্যতা যাচাই করার জন্যে বুম-এর হেল্পলাইন নম্বরেও সেটি পাঠানো হয়েছে।


একই ক্যাপশন সহ ফেসবুকেও ভিডিওটি শেয়ার হয়েছে।

Full View

দীপিকা পাড়ুকোনের নয়, রাকুল প্রীত সিং-এর ভিডিও

বুম ফোটোগ্রাফার বিরল ভায়ানির সঙ্গে যোগাযোগ করতে তিনি জানান, তাঁর ছেলেরা ৫ মে সন্ধেবেলা বান্দ্রা পশ্চিমের পালি মার্কেটে এই ছবিটা তোলে—"আমরা যখন ভিডিওটি তুলি তখন রাকুল নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বেরিয়েছিল। পালি মার্কেটের ওষুধ-এর দোকান থেকে তিনি বেরিয়ে আসার সময়েই ছবিটা তোলা হয়।" ভিডিওটি ভায়ানির টিক-টকঅ্যাকাউন্টেও দেখতে পাওয়া যাবে।

রাকুল প্রীত একটি টুইটেই তাঁর মদ কিনতে বের হওয়ার জল্পনায় জল ঢেলে দিয়েছেন। বলিউডের একটি সংবাদ ও বাণিজ্যিক তথ্যা সরবরাহের হ্যান্ডেল কে আর কে বক্স-অফিসে তাঁর লকডাউনের সময় বের হওয়া নিয়ে যে জল্পনা করে টুইট করা হয়, তিনি সেটি পুনঃটুইট করেন। কে আর কে বক্স-অফিসের টুইটটির আর্কাইভ করা আছে এখানে

পরে মুছে দেওয়া একটি পোস্টে এই কে আর কে বক্স-অফিসই কিন্তু রাকুল প্রীতকে দীপিকা পাড়ুকোন বলে শনাক্ত করেছিল। নেটিজেনরা এ জন্য টুইটটির নিন্দাও করেন।

তা ছাড়া, বুম এটাও নিশ্চিত করতে পেরেছে যে, রাকুল প্রীত পালি মার্কেটের মডার্ন মেডিকেল অ্যান্ড প্রভিসন্স স্টোর্স থেকেই বের হচ্ছিলেন। নীচে ভিডিওটির একের-পর-এক ফ্রেম তুলনা করা হয়েছে এবং গুগল ম্যাপস থেকে ওষুধের দোকানটির ছবিও পাওয়া গেছে। গুগল ম্যাপস-এ ছবিটি ২০১৭ সালে আপলোড করা হয়।

দুটি ফ্রেমেরই হলুদ বৃত্তের মধ্যে শাদা-সবুজ দোকানের আভাস পাওয়া যাচ্ছে। ওষুধের দোকানের কাছেই ইংরেজি বানানে স্টার ট্রাভেলস লেখা দোকানের ঝাঁপও লাল কালির বৃত্তের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে।


Tags:

Related Stories