ভাইরাল হওয়া ভুয়ো হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হচ্ছে, প্রবীণ গীতিকার জাভেদ আখতার মোটেই ২০২০ সালের রিচার্ড ডকিন্স পুরস্কার পাননি, যা গণমাধ্যমে ঘোষণা করা হচ্ছে তা আদতে জাভেদ আখতারকে পাঠানে মনোনয়ন তালিকার ইমেলের ভিত্তিতে।
বুম জাভেদের স্ত্রী শাবানা আজমির সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করলে তিনি ওই ই-মেলের একটি প্রতিলিপি আমাদের দেখান, যেটি পুরস্কারদাতা সংস্থা সেন্টার ফর ইনকোয়ারি-র মুখ্য প্রশাসনিক আধিকারিক রবিন ব্লুমনার এবং স্বয়ং রিচার্ড ডকিন্সের পাঠানো। উভয়েই তাঁদের যথাযথ ই-মেল ঠিকানা থেকেই জাভেদকে পুরস্কার দেবার কথা ঘোষণা করেছেন।
অবশেষে রিচার্ড ডকিন্স নিজেই ঘোষণা করেছেন—"জাভেদ আখতারই চলতি বছরের পুরস্কারের প্রাপক এবং এতে আমার চেয়ে খুশি আর কেউ নয় l"
Javed Akhtar @Javedakhtarjadu is the 2020 Richard Dawkins Award winner and I could not be more pleased. The Center for Inquiry, on whose board I sit, has designated him this year's recipient for his courageous public stands on behalf of atheism, rationality, and freethought.
— Richard Dawkins (@RichardDawkins) June 9, 2020
@Javedakhtarjadu wins Richard Dawkins Award 2020 for critical thinking , holding religious dogma upto scrutiny,advancing human progress and humanist values. Awesome ❤️ https://t.co/tJy9CBDOzI
— Azmi Shabana (@AzmiShabana) June 7, 2020
Congratulations pa.. for being the first Indian to receive the Richard Dawkins Award for critical thinking and advancing humanist values. You absolutely and unequivocally deserve it. So so proud. ❤️❤️ https://t.co/Flktiznh5R
— Farhan Akhtar (@FarOutAkhtar) June 8, 2020
তথ্য যাচাই
THIS IS PATENTLY UNTRUE! We have an email from Richard Dawkins on 5th June offering the award and also from Robyn Blumner who heads the Centre for Inquiry USA.I feel sad 4 these pathetic trolls who do not care that they will stand exposed in seconds 4 such a preposterous claim ! https://t.co/Ro1ejCNSdk
— Azmi Shabana (@AzmiShabana) June 9, 2020
বুম এ প্রসঙ্গে শাবানা আজমির সঙ্গে যোগাযোগ করলে তিনি এই কদর্য ইঙ্গিতটা নস্যাত্ করে দেন যে, ই-মেলটিতে জাভেদকে পুরস্কৃত করার ঘোষণা ছিল না, পুরস্কারের জন্য মনোনীত করার অনুরোধ ছিল মাত্র। হোয়াটসঅ্যাপ বার্তার ভুয়ো দাবি খারিজ করতে তিনি রিচার্ড ডকিন্স এবং সিএআই-এর সিইও ব্লুমনার-এর মেল-এর প্রতিলিপিও আমাদের দেন এবং সেগুলির সত্যতা যাচাই করে দেখতে বলেন।
"এই ধরনের অভিযোগ অসহ্য। প্রথমে আমি ভেবেছিলাম, একটা টুইটেই ব্যাপারটা সেরে ফেলব। কিন্তু তাতে বিভ্রান্তি রয়েই যেত l"
ব্লুমনারের ই-মেলে স্পষ্ট ভাবেই লেখা আছে যে, জাভেদ আখতারই ২০২০ সালের রিচার্ড ডকিন্স পুরস্কারের প্রাপক, যা বিজ্ঞান ও যুক্তিবাদকে এগিয়ে নিয়ে যেতে জাভেদের প্রচেষ্টারই স্বীকৃতি। ই-মেলটি পাঠানোও হয় 'আরব্লুমনার@সেন্টারফরএনকোয়ারি.অর্গ'এই ঠিকানা থেকে, যেটা সিএফআই-এর ওয়েবসাইট অনুসারে ব্লুমনারের সরকারি ই-মেল ঠিকানা।
এথেকে প্রমাণ হয়, জাভেদ আখতারকে পাঠানো ব্লুমনারের ই-মেলটি যথাযথ এবং তাতে জাভেদের পুরস্কার প্রাপ্তির কথাই উল্লেখিত। ব্লুমনার সেই সঙ্গে রিচার্ড ডকিল্সের নিজের পাঠানো আই-ক্লাউড ই-মেলটির একটি কার্বন-কপিও সংযোজন করে দেন।
বুম ইতিমধ্যেই ব্লুমনারের সঙ্গেও যোগাযোগ করেছে এবং এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলেই এই প্রতিবেদনটি তদনুযায়ী সংশোধন করা হবে।
শাবানা আজমি ডকিন্সের আই-ক্লাউড ই-মেলে পাঠানো আর একটি চিঠির প্রতিলিপিও আমাদের দিয়েছেন।
ই-মেলে আরও জানানো হয়েছে যে, সিএফআই-এর ২০২০ সালের বার্ষিক সম্মেলনে, যেখানে এই পুরস্কারটি প্রাপকের হাতে তুলে দেওয়ার কথা ছিল, সেটি মহামারীর বর্তমান পরিস্থিতির জন্য বাতিল করা হয়েছে এবং এ বছরই অক্টোবরের কোনও এক সময়ে সেটি এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে জাভেদ আখতারের হাতে তুলে দেওয়া হবে।
অবশেষে ডকিন্স নিজেই সব বিতর্কের অবসান ঘটাতে একটি টুইট করে পুরস্কার-বিজেতা হিসাবে জাভেদ আখতারের নাম ঘোষণা করে দিয়েছেন এবং সিএফআই-ও একটি প্রেস-বিবৃতিতে সে কথা ঘোষণা করেছে।অতিরিক্ত রিপোর্ট: স্বস্তি চ্যাটার্জি