একটি ভিডিওতে থাকা পশ্চিমবঙ্গের আসানসোল স্টেশনে চলন্ত ট্রেন থেকে পরিযায়ী শ্রমিকদের খাবারের প্যাকেট ছুড়ে ফেলে দেওয়ার একটি দৃশ্য ভাইরাল হয়েছে এই দাবি সহ যে, এই শ্রমিকরা সরকারের দেওয়া খাবার নিতে অস্বীকার করছেন। বিভিন্ন মিথ্যে দাবি সমেত ভিডিওটিকে সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। তার মধ্যে কয়েকটি পোস্টে বলা হয়েছে ঘটনাটি মহারাষ্ট্রে ঘটেছে।
ভিডিওটিতে দেখা যায় একটি এক্সপ্রেস ট্রেন আসানসোল স্টেশন থেকে যাত্রা শুরু করছে এবং স্টেশনের প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে অনেকগুলি উন্মুক্ত খাবারের প্যাকেট। ভিডিওতে ট্রেনের যাত্রীদের প্রতিবাদ আর অভিযোগ করতে শোনা যাচ্ছে, আর যিনি ভিডিওটি রেকর্ড করছেন তাকেও যাত্রীদের ওই রকম খাবার দেওয়ার জন্য প্রশাসনের সমালোচনা করতে দেখা যাচ্ছে।
ফেসবুক ও টুইটারে শেয়ার হওয়া একাধিক পোস্টে সরকারের দেওয়া খাবার নষ্ট করার জন্য পরিযায়ী শ্রমিকদের প্রতি নেটিজেনদের একাংশকে উষ্মা প্রকাশ করতে দেখা গেছে। তাদের বক্তব্য খাবার এইভাবে ছুঁড়ে ফেলে তাঁরা ত্রাণ ও উদ্ধার কাজ নিয়ে সরকারি প্রচেষ্টাকে হেয় করছেন।
বুমের হেল্পলাইনে ভিডিওটি যাচাইয়ের জন্য আসে।
আরও পড়ুন: বৃন্দাবনে হিন্দু পুরোহিতের ওপর আক্রমণের ঘটনা মিথ্যে সাম্প্রদায়িক দাবি সমেত প্রচার করা হচ্ছে
তথ্য যাচাই
বুম দেখে যে, ভিডিওটি পশ্চিমবঙ্গের আসানসোলে তোলা। বুম আরও একটি ভিডিও খুঁজে পায়, যেটাও সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। সেখানে ভিডিও রেকর্ডকারীকে বলতে শোনা যাচ্ছে যে, আসানসোল স্টেশনে তাঁদের বাসি এবং দুর্গন্ধ বেরচ্ছে এমন খাবার দেওয়া হয়।
দ্বিতীয় ভিডিওটিতে রেকর্ডকারী বলেন, তাঁরা কেরল থেকে আসছেন। সেখানে তাঁদের "ভাল খাবার" দেওয়া হয়। কিন্তু আসানসোলের খাবার খাওয়া যায় না। ভিডিওতে ওই ব্যক্তি বলেন, "দেখুন, এখানে কী রকম খাবার দেওয়া হয়েছে। আমরা কেরল থেকে আসছি। সেখানে ভাল এবং পরিচ্ছন্ন খাবার দেওয়া হয়। আর এখানে খাবার থেকে দুর্গন্ধ বেরচ্ছে।"
'দ্য কুইন্ট'-এ প্রকাশিত একটি রিপোর্টেও একই কথা বলা হয়। সেখানে বলা হয়, ভিডিওটি একটি স্পেশ্যাল ট্রেন থেকে তোলা। সেটি পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেরলের এরনাকুলাম থেকে বিহারের দানাপুর যাচ্ছিল। যাত্রীরা অভিযোগ করেন আসানসোল স্টেশনে তাঁদের বাসি খাবার দেওয়া হয়।
'টাইমস নাও'-এর পশ্চিমবঙ্গ সংবাদদাতাও ওপরের ভিডিওটি শেয়ার করেন যেখানে আসানসোল স্টেশনে নিম্নমানের খাবার দেওয়ার জন্য ক্রুদ্ধ যাত্রীদের অভিযোগ করতে দেখা যাচ্ছে। যিনি ভিডিও তুলছিলেন, তিনি দেখান যাত্রীরা কিভাবে খাবার ছুঁড়ে ফেলে দিচ্ছেন, কারণ 'তা খাওয়ার অযোগ্য'। এই টুইটটি নীচে সংযুক্ত করা হল।
Hello @RailMinIndia, passengers travelling in Shramik train from #Kerala to #Danapur complained of being served stale food at #Asansol station. The food packets were thrown by them on the platform in protest. Please ensure safe edible food for migrants. 🙏🏼 pic.twitter.com/AltaHdbENw
— Sreyashi Dey (@SreyashiDey) May 5, 2020
ভারতীয় রেলওয়ে সেবার ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে এই বিষয়কে কেন্দ্র করে। ওই টুইটে বলা হয়, ৪ মে তে ঘটা আসানসোল স্টেশনে নিম্নমানের খাদ্য সরবরাহ করার পর তাদের খাবারের জুন্য বিহারের ঝাঝা স্টেশনে বিকল্প ব্যবস্থা করা হয়।
Maam, it was yesterday incident and alternative arrangement was done at Jhajha station . Also corrective measures have taken to avoid such issue.
— Indian Railways Seva (@RailwaySeva) May 5, 2020
-IRCTC Official
বুম পূর্ব রেলের জনসংযোগ অধিকর্তার সঙ্গে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করেছে। এ বিষয়ে তাঁর বক্তব্য জানা গেলে আমরা এই প্রতিবেদন সংস্করণ করা হবে।