Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

এগুলি পশ্চিমবঙ্গের মাদ্রাসা থেকে অস্ত্র উদ্ধারের ছবি নয়

বুম দেখে অস্ত্র উদ্ধারের ছবিগুলি কলকাতার নয়, উত্তরপ্রদেশের বিজনোরের।

By - Krutika Kale | 19 Feb 2020 9:28 PM IST

আটটি ছবির একটি সেট ভাইরাল হয়েছে। সেগুলিতে দেখা যাচ্ছে বেশ কিছু বাজেয়াপ্ত বন্দুক এবং অভিযুক্তদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। দাবি করা হচ্ছে যে, কলকাতার রাজাবাজারে অবস্থিত একটি মাদ্রাসা থেকে অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার অভিযোগে ৬৩ বাচ্চাকে গ্রেপ্তার করা হয়েছে।

ছবিগুলিতে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ বাজেয়াপ্ত রাইফেল ও দিশি পিস্তল রাখা রয়েছে এবং পুলিশের একটি দল সাংবাদিক সম্মেলন করছে সেখানে। আর পেছনে দাঁড়িয়ে অভিযুক্তরা।

ভাইরাল ছবিগুলির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, "পুলিশ কলকাতার রাজাবাজারে এক মাদ্রাসা থেকে ৬৩ বাচ্চাকে গ্রেপ্তার করেছে। ওই বাচ্চারা জানায় যে, সন্ত্রাসবাদী হয়ে ওঠার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। মিডিয়ার কাছে খবরটি গেলে, মিডিয়ার কর্মীরা বলেন তাঁরা সেটি প্রচার করতে পারবেন না, কারণ ওপরওয়ালারা তা চান না। তাই আপনারা এই ভিডিও যতটা সম্ভব শেয়ার করুন। তাহলে সবাই জানবেন মুসলমান বাচ্চাদের মাদ্রসায় পড়ানো হয়, সেখানে কি পড়ানো হয়, আর সেই শিক্ষার বাস্তব রূপ কি। ভারতের বেশিরভাগ মাদ্রাসাই ওই ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। শিক্ষার নামে মাদ্রাসাগুলি দেশকে ভাগ করার কাজ করছে। তারা জিহাদি তৈরি করছে।
Full View
ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে
বুম ওই ক্যাপশন দিয়ে টুইটারে সার্চ করে দেখে একই বক্তব্য সহ অন্য একটি ভিডিও আগে ভাইরাল হয়েছিল।
টুইটটি দেখা যাবে এখানে। টুইটটি আর্কাইভ করা আছে
এখানে
বুম আগের ওই ভিডিওটি যাচাই করে দেখেছিল। দেখা যায়, সেটি কলকাতার ঘটনা। তাতে পুনের একটি মাদ্রাসায় পড়তে যাচ্ছিল এমন ৬৩ ছাত্রকে বৈধ কাগজপত্র না থাকার জন্য আটক করা হয়েছিল। বুমের তথ্য-যাচাই দেখতে ক্লিক করুন এখানে

তথ্য যাচাই

বুম রিভার্স ইমেজ সার্চ করে। দেখা যায়, ছবিগুলির সঙ্গে কলকাতার রাজাবাজারের তথাকথিত মাদ্রাসা ছাত্রদের সন্ত্রাসবাদী কাজে প্রশিক্ষণ দেওয়ার দাবিটির কোনও সম্পর্ক নেই।

পুলিশের সাংবাদিক সম্মেলন ও দেশি পিস্তলের ছবি

পুলিশের সাংবাদিক সম্মেলন ও বাজেয়াপ্ত পিস্তলের ছবি দিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে, 'রিপাবলিক ভারত'-এ জুলাই ২০১৯-এর একটি রিপোর্ট সামনে আসে।

জুলাই ২০১৯-এ করা বিজনোর পুলিশের একটি টুইটও আমরা পাই। তাতে বিস্তারিতভাবে বলা হয় যে, অভিযুক্তদের অস্ত্র (১ পিস্তল, ৪ বন্দুক ও কিছু কার্তুজ) চোরাচালান করার অভিযোগে শেরকোটে গ্রেপ্তার করা হয়।

ইন্ডিয়া টুডে-এর একটি রিপোর্টে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে বিজনোরের খান্ডালা এলাকায় দারুল কোরান হামিদিয়া মাদ্রসায় অভিযান চালায় পুলিশ।

সোফার ওপর রাইফেলের ছবি

একটি ঘরে সোফা ও টেবিলের ওপর রাখা পিস্তল ও রাইফেলের ছবিটিও পুরনো এবং সম্পর্কহীন। রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ছবিটি টামব্লর-এ রয়েছে। সেটি ৩ মার্চ ২০১৯-এ তোলা হয়।

সম্প্রতি ফেসবুকে পোস্ট করা কিছু অস্ত্রের ছবি ভাইরাল হয়। দাবি করা হয় সেগুলি নাকি গুজরাটের একটি মসজিদ থেকে উদ্ধার করা হয়। বুম সেই পোস্টটি যাচাই করে দেখেছিল।

Tags:

Related Stories