কাল্পনিক রাজনৈতিক নেতা অনিল উপাধ্যায় আবার ফিরে এলেন। এ বার তাঁর পরিচিতি, তিনি ভারতীয় জনতা পার্টির এক নেতা, সম্প্রতি পাশ হওয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে নিজের বক্তব্য পেশ করছেন।
মহারাষ্ট্রের একজন রাজনৈতিক নেতার ভিডিও এই মিথ্যে দাবির সঙ্গে শেয়ার করা হয়েছে যে তিনি বিজেপি বিধায়ক অনিল উপাধ্যায় এবং তিনি সিএএ ও জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এবং সরকারের সমালোচনা করছেন। ২মিনিট ২৩ সেকেন্ড লম্বা ক্লিপটিতে স্টেজের পিছনে এনআরসি-বিরোধী পোস্টার দেখা যাচ্ছে।
বুম এর আগেও অনিল উপাধ্যায় নামের কাল্পনিক রাজনৈতিক নেতা সম্পর্কে করা ভূয়ো পোস্ট মিথ্যে প্রমাণ করেছে।
ভিডিওটিতে এই রাজনৈতিক নেতা বলছেন, " আজ (মুসলমানদের) আমাদের কাছে আমাদের পূর্বপুরুষদের অস্তিত্বের প্রমাণ চাওয়া হচ্ছে।" এর পর তিনি কুতুব মিনার এবং চারমিনারের উদাহরণ দিতে শুরু করেন।
হিন্দিতে তাঁর বক্তব্য - आज हमसे पूछा जा रहा है, की आपके बुज़ुर्गों का साबुत क्या है? अरे दिल्ली में इतनी बड़ी सात बारा है ना मुसलामानों की... डेक्कन का चार मीनार पी.आर कार्ड है ना मुसलामानों का...)আমরা পোস্টটির ক্যাপশন দিয়ে ফেসবুকে সার্চ করি এবং এই একই ভিডিও একই বিভ্রান্তিকর ক্যাপশনের সঙ্গে দেখতে পাই।
বুম ভিডিওটিকে কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেমে ভেঙ্গে নেয় এবং তার পর রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওর বক্তাকে বঞ্চিত বহুজন আঘাড়ির (ভিবিএ) নেতা ফারুক আহমেদ বলে চিনতে পারে।
আমরা দেখতে পাই ২০১৯ সালের ২০শে ডিসেম্বর ইউটিউবে একটি অপেক্ষাকৃত লম্বা ভিডিও আপলোড করা হয়েছিল। এই ভিডিওতে ক্যাপশন ছিল, "২০ ডিসেম্বর নান্দেদের গ্রান্ট ধর্নায় ফারুক আহমেদের পুরো বক্তৃতা"। ভিডিওটির ২৫ সেকেন্ডের মাথায় নীচের টিকারে তাঁর পরিচয় দেখা যায়, "রাজ্য মুখপাত্র ফারুক আহমেদ, ভিবিএ, মহারাষ্ট্র"।