দেশে জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে ওড়িশায় একটি পেট্রল পাম্প লণ্ডভণ্ড করার একটি পুরনো ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হচ্ছে যে, পেট্রল-ডিজেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে ক্ষুব্ধ হয়ে জনতা এই কাজ করেছে।
तेल कीमतों में वृद्धि के खिलाफ अब आम जनता का फूटा गुस्सा। अभी तो बहुत कुछ देखना बाकी है मेरे दोस्तो। pic.twitter.com/KT6HgjIZzQ
— Rajesh Ranjan (@RajeshR71176567) June 25, 2020
তথ্য যাচাই
একই ধরনের ভুয়ো ক্যাপশন দিয়ে এর আগেও এই ফুটেজটি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছিল, ওড়িশায় পেট্রলের দাম ১০০ টাকা প্রতি লিটার ছাপিয়ে গেছে।
ওড়িশার পুরীর হসপিটাল স্কোয়ারে খুন্তিয়া পেট্রল পাম্পে এই ঘটনাটি ঘটেছিল। তথ্য যাচাই করতে গিয়ে বুম পুরীর কুম্ভারপদা পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক কনস্টেবল সে সময় বুমকে জানান, পেট্রলের দরবৃদ্ধির জন্য নয়, ঘটনাটির মূলে ছিল তেল চুরির ব্যাপার।
পুরো রিপোর্টটা পড়ুন: ওড়িশায় কি একটি পেট্রল পাম্প জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য আক্রান্ত হয়েছিল? একটি তথ্য-যাচাইওড়িশা টিভি-র এক স্থানীয় রিপোর্টার মধুসূদন বুম-কে জানান, "ঘটনার সূত্রপাত রাত সোয়া দশটা নাগাদ, আর তার পরেই লোকেরা পাম্প লণ্ডভণ্ড করতে শুরু করে। এর কিছুক্ষণ পরে পুলিশ এসে হস্তক্ষেপ করে এবং জনতার উপর লাঠি-চার্জ করে।"