দিল্লির অক্ষরধাম মন্দিরের একটি ছবিকে উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরী হতে যাওয়া রাম মন্দিরের প্রস্তাবিত মডেল বলে সোশাল মিডিয়ায়, বিশেষত ফেসবুকে শেয়ার করা হচ্ছে। বুম যাচাই করে দেখেছে যে ছবিটি আসলে দিল্লিতে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের একটি ড্রোনে তোলা ছবি।
আসন্ন ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা হবে। এই অনুষ্ঠানে অংশগ্রহন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিনের সমগ্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে দূরদর্শনে।
ভুয়ো ফেসবুকে পোস্টে এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, "অয্যাধার রাম মন্দিরের মডেল।"
পোস্টটি দেখা যাবে
এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে
এখানে।
আরেকটি ফেসবুক পোস্টে এই ছবির ক্যাপশনে লেখা হয়, "রাম মন্দিরের ডিজাইন, রাম ভক্তরা কেউ জয় শ্রীরাম না বলে যাবেননা।"
পোস্টটি দেখা যাবে
এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে
এখানে।
বুম ফেসবুকে একই রকম ক্যাপশনে অনুসন্ধান করে দেখেছে যে এই পোস্টটি ফেসবুকে
ভাইরাল হয়েছে।
বুম ভাইরাল ছবিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করে এবং দেখতে পায় যে এই একই ছবিকে দিল্লির অক্ষরধাম মন্দির হিসেবে বর্ণনা করা হয়েছে বিভিন্ন ওয়েবসাইটে।
বুম তখন গুগলে 'স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির দিল্লি' লিখে অনুসন্ধান করে দেখতে পায় যে গুগল ম্যাপে এই ভাইরাল ছবিকে অক্ষরধাম মন্দিরের ছবি হিসেবে দেখানো হয়েছে। ছবিটি দেখা যাবে
এখানে। গেট্টি ইমেজের সংগ্রহে থাকা দিল্লির অক্ষরধাম মন্দিরের আরও ছবি দেখা যাবে
এখানে।
বুম দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের
ওয়েবসাইটে মন্দিরপ্রাঙ্গনের মেঝের কারুকার্য এবং মন্দিরের সামনের চুড়াগুলির সাথে ভাইরাল ফেসবুক ছবিতে থাকা মেঝের উপরে কারুকার্য এবং সামনের অংশের তুলনা করে দেখেছে সেগুলি মিলে যায়।
ভাইরাল ছবি ( বাঁ দিকে) এবং অক্ষরধাম মন্দিরের ওয়েবসাইটে থাকা ছবির (ডান দিকে) তুলনা করা হল
বুম বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া রাম মন্দিরের প্রস্তাবিত নক্সার সাথে এই ভাইরাল ছবি তুলনা করে দেখেছে যে দুটি ছবি এক নয়। রাম মন্দির নির্মাণের প্রস্তাবিত নক্সার ছবি সহ ইন্ডিয়ানএক্সপ্রেস ও ইন্ডিয়াটুডের রিপোর্ট দেখা যাবে
এখানে এবং
এখানে।
২৬ জুলাই ২০২০ তারিখে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত রাম মন্দিরের প্রস্তাবিত নক্সার ছবি