কেরলের এক যোগ আশ্রমে লোকজনের মাটিতে বসে খাওয়ার দৃশ্যকে নিউজিল্যান্ডের বলে চালানো হচ্ছে। বেশ কিছু সোশাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে যে, নিউজিল্যান্ডে ভারতীয় সংস্কৃতির গুরুত্ব দেখা যাচ্ছে ওই ছবিতে।
ছবিটিতে লোকজনকে সামনে কলাপাতা নিয়ে, নীল মেঝেতে বসে খাবারের জন্য অপেক্ষা করতে দেখা যাচ্ছে।
শেয়ার-করা ছবিটির ক্যাপশনে বলা হয়েছে, "নিউজিল্যান্ডে ভারতীয় সংস্কৃতির গুরুত্ব"।
তথ্য যাচাই
বুম ইয়ান্ডেক্স-এর সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করে। তার ফলে, 'হ্যাপি ইয়োগা ট্র্যাভেলস্' নামের একটি ব্লগে একই রকম দেখতে একটি জায়গার ছবি বেরিয়ে আসে। "MY YOGA VACATION AT SIVANANDA ASHRAM IN KERALA, INDIA" (কেরলের শিবানন্দ আশ্রমে আমার যোগা-ছুটি) শিরোনামের লেখায় ছবিটি ব্যবহার করা হয়।
তারপর গুগলে 'শিবানন্দ আশ্রম কেরল'-এর খোঁজ করলে আমরা সেটির ওয়েবসাইটের সন্ধান পাই। 'শিবানন্দ যোগ বেদান্ত ধন্বন্তরী আশ্রম' হল কেরলে তিরুবন্তপুরামের কাছে একটি যোগাসনের আশ্রম। 'দ্য ইন্টারন্যাশনাল ইয়োগা ভেদান্তা সেন্টার্স' ওই আশ্রমটি চালায়।
লোকজন নীল মেঝেতে সারিবদ্ধ হয়ে বসে কলাপাতায় খাচ্ছে, তেমনই এক ছবি ব্যবহার করা হয় 'যোগ-ছুটি' পাতাটিতে।
ভাইরাল ছবিটি (বাঁ দিকে) আর শিবানন্দ আশ্রম কেরল-এর ছবিটি (ডান দিকে) তুলনা করার জন্য নীচে দেওয়া হল। দু'টি ছবিতেই হলদে থাম ও দেওয়ালে লাগানো স্পিকারগুলিতে লাল রঙের গোল দাগ দেওয়া আছে।