বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ও অভিনেতা মহম্মদ জিশান আয়ুব খানের দিল্লি প্রেস ক্লাবে প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো পুরনো ছবি সম্পাদনা করে বিভ্রান্তিকর দাবি সহ সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ছবিটিকে বিজেপি যুব মোর্চার বৃহস্পতিবারের নবান্ন অভিযানের প্রেক্ষিতে জিইয়ে তোলা হয়েছে।
বুম দেখে মূল ছবিটি ২০১৯ সালের ২৬ ডিসেম্বর দিল্লিতে জাতীয় প্রেস ক্লাবে তোলা হয়েছিল। অভিনেত্রী স্বরা ভাস্কর ও অভিনেতা মহম্মদ জিশান আয়ুব খান ওই দিন উত্তরপ্রদেশ সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অংশগ্রহনকারীদের উপর দমন-পীড়ন মূলক হেনস্থার বিরুদ্ধে হওয়া একটি সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেন তাঁরা।
অতীতে একাধিক ভুয়ো খবর ছড়ানোতে অভিযুক্ত ঋষি বাগড়ি ৭ অক্টোবর ২০২০ প্ল্যাকার্ডের সাদা ছবি টুইট করে ক্যাপশন লেখেন, "বন্ধুরা, তোমাদের সৃজনশীলতা দেখাও।"
বুম দেখে মূল ছবিতে প্ল্যাকার্ডে উত্তরপ্রদেশ পুলিশকে উদ্দেশ্য করে হিন্দিতে অন্য বার্তা লেখা ছিল।
স্বরা ভাস্কর টুইটার ও ইনস্টাগ্রামেও একই দিনে ওই পোস্টার সহ এই পোশাকে অন্য মুহূর্তের আরেকটি ছবিটি পোস্ট করেন।
নীচে ভাইরাল ভুয়ো ছবি (বা দিকে) ও বলিউড পাবের আসল ছবির (ডান দিকে) তুলনা করা হল।