রবিবার ১৬ অগস্ট ২০২০ তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র ও যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট টুইট করে দাবি করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ফেসবুকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে মিশরের পতাকার ইমোজি ব্যবহার করেছেন। পরে দেবাংশু ওই টুইট ডিলিট করে দেন।
এই একই ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে অন্যান্য ফেসবুক ব্যবহারকারীরাও একই দাবি করেন। বুম দেখে এটি দোভালের ফ্যান পেজ, যেটি চালায় পুণে কেন্দ্রীক সোশাল মিডিয়া বিপনন সংস্থা এজিওয়াইইওয়ায় সলিউসনস এলএলপি (AGYEY SOLUTIONS LLP)।
টুইটারে ওই পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে দেবাংশু লেখেন, ''জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিঃ অজিত দোভাল আমাদের পতাকার বদলে মিশরের পতাকা ব্যবহার করেছেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে। লজ্জাজনক! যখন জাতীয়তাবাদ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, যখন আপনি প্রদর্শনের জন্য দেশাত্ববোধ দেখান, তখন আপনার জাতিবিদ্বেষ স্পষ্টত জাতির প্রতি অপমানজনক হয়ে যায়।'' টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
ফেসবুক পেজেও ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হয়। ক্যাপশন লেখা হয়, "জাতীয় সুরক্ষা উপদেষ্টা Ajit Doval স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ভারতীয় পতাকা নয় "মিশরের জাতীয় পতাকা" দিয়ে।" পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
১৫ অগষ্ট অজিত দোভাল (https://www.facebook.com/AjitkDoval) নামের একটি যাচাই ছাড়া ফেসবুক পেজ থেকে ইংরেজিতে পোস্ট করা হয়, ''আমাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।''
ওই ফেসবুক স্ট্যাটাসে ব্যবহার করা হয় তিনটি মিশরের পতাকার ইমোজি। মিশরের আয়তাকার পতাকার উপরে থাকে লাল, মাঝে সাদা ও নীচে কালো। মাঝে থাকে হলুদ রঙের সালাদিন ঈগল।
ফেসবুক পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
আরও পড়ুন: দুবাইয়ের বুর্জ খালিফায় ইজরায়েলের পতাকা প্রদর্শনের ছবিটি ফটোশপ করা
তথ্য যাচাই
বুম দেখে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সোশাল মিডিয়ায়—ফেসবুক ও টুইটারে কোনও নিজস্ব অ্যাকাউন্ট নেই।
পেজটির পুরনো কয়েকটি পোস্ট দেখলেই বোঝা যায় এটি অজিত দোভালের পেজ নয়। পেজটি থেকে দক্ষিণপন্থী ভিডিও পোস্ট শেয়ার হতে দেখা যায়। এরকম দুটি পোস্ট আর্কাইভ করা আছে এখানে ও এখানে।
২০ জানুয়ারি ২০২০ ওই পেজ থেকে ইংরেজিতে স্ট্যাটাস দেওয়া হয়। ''শুভ জন্মদিন দোভাল স্যার।'' পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
পেজটির অ্যাবাউটেই লেখা রয়েছে সেটি একটি সোশাল মিডিয়া এজেন্সীর। হিন্দি বয়ানেই উল্লেখ করা হয়েছে এটি একটি ফ্যান পেজ।
ফেসবুক পেজটির পেজ ট্রান্সপেরেন্সির তথ্য অনুযায়ী পেজটি তৈরি করা হয়েছিল ১৬ জুলাই ২০১৯। পেজটি চালায় পুণে কেন্দ্রীক সোশাল মিডিয়া বিপনন সংস্থা এজিওয়াইইওয়ায় সলিউসনস এলএলপি (AGYEY SOLUTIONS LLP)।