Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

করোনাভাইরাস: রামদেবের অনশন ভাঙার ছবি বিভ্রান্তিকর দাবি সহ আবার ভাইরাল হল

সোশাল মিডিয়ায় ছবিটি ভুয়ো দাবি সহ শেয়ার করে করোনাভাইরাসের সঙ্গে যোগ করা হচ্ছে। ২০১১ সালের মার্চ মাসে রামদেবের অনশন ভাঙার ছবি এটি।

By - Sk Badiruddin | 24 March 2020 12:24 PM IST

যোগগুরু রামদেবের অনশন ভাঙার ছবি সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। ভাইরাল হওয়া ওই ছবিটি শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে এটি তার সম্প্রতি অসুস্থ হয়ে যাওয়ার ছবি। আরও বলা হচ্ছে, রামদেব করোনা প্রতিরোধ করতে গিয়ে গূ-মূত্র পান করলে এই বিপত্তি বাঁধে।

ফেসবুকে একটি পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, ''করোনা ভাইরাস থেকে মুক্তির উপায়ে গো মূত্র পান করায়, অসুস্থ হয়ে হাসপাতালে-----রামদেব।''

ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে


ভাইরাল হওয়া পোস্টগুলি দেখা যাবে এখানে

এই সব পোস্টগুলির সঙ্গে বিভ্রান্তিকর শিরোনামের সংবাদ প্রতিবেদন শেয়ার করা হচ্ছে। তার ফলে আনেকেই প্রতিবেদনের সমগ্র অংশ না পড়েই শেয়ার করছেন।


পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

পোস্ট ও প্রতিবেদনগুলিতে রামদেবের হাসপাতালে থাকার ছবি দেওয়া হচ্ছে। পাশে মুখোশ পরে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন চিকিৎসক ও গেরুয়াবসন পরা ব্যক্তিরা।

যেমন একুশে টিভির এই প্রতিবেদনটিতে শিরোনাম লেখা হয়েছে, ''গোমূত্র পান করে হাসপাতালে রামদেব!''

অবশ্য প্রতিবেদনে লেখা যে ছবিটি পুরনো। এবং কোরানা প্রতিরোধে গোমূত্র সেবন করার খবরটি ভুয়ো।

প্রতিবেদনটি দেখা যাবে এখানে। প্রতিবেদনটি আর্কাইভ করা আছে এখানে

একুশে টিভির প্রতিবেদন

এরকম আরও একটি বিভ্রান্তির শিকার হওয়া ফেসবুক পোস্ট দেওয়া হল। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

Full View

আরও পড়ুন: হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ কি করোনাভাইরাস প্রতিরোধ করে? একটি তথ্য যাচাই

তথ্য যাচাই

বুম কিওয়ার্ড সার্চ করে জেনেছে যোগগুরু রামদেবের হাসাপাতালের কেবিনে থাকার ওই ছবিটি ২০১১ সালের। সেবছরের মার্চ মাসে কালো টাকার ফিরিয়ে আনার বিরুদ্ধে অনশন করছিলেন তিনি। উত্তরাখণ্ডের হাসপাতালে এটি তাঁর অনশন ভাঙ্গার দৃশ্য। বিস্তরিত পড়া যাবে দ্য হিন্দু'র এই প্রতিবেদনে।

টাইমস নাউয়ের রিপোর্টে দেখা যাবে ভিডিওটি।

Full View

রামদেবের মুখপাত্র তিজারিওয়ালা এসকে টুইট করেও গুজবটি খণ্ডন করেছেন।

বুম বাংলা যোগগুরু রামদেবের হাসপাতালের থাকার আরও একটি ছবি খণ্ডন করেছে। ২০১৯ সালের জুলাই মাসে ছবিটিকে জার্মানিতে রামদেবের হাতের অস্ত্রপ্রচারের ছবি বলে দাবি করা হয়েছিল।

উল্লেখ্য, গোমূত্র করোনাভাইরাস সারাবে এই দাবিতে 'হিন্দু মহাসভার' অনুকরণে এক ব্যক্তি গোবার ও গে-মূত্রের পসরা নিয়ে বসলে, সেখ মাবুদ নামে এক ব্যক্তিকে কুসংস্কারে প্ররোচনা ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য ডানকুনি থেকে গ্রেফতার করা হয়েছে

আরও পড়ুন: সোশাল মিডিয়ায় শেয়ার করা যোগগুরু রামদেবের জার্মানিতে হাঁটুর অস্ত্রপ্রচারের ছবিটি ভুয়ো

Tags:

Related Stories