Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

সম্পর্কহীন ছবি ছড়িয়ে দাবি অস্ত্র সহ অসমে ধৃত এক মুসলিম কংগ্রেস নেতা

বাংলাদেশ ও কাশ্মীরের সম্পর্কহীন ছবি ছড়িয়ে ভুয়ো দাবি করা হচ্ছে নাশকতার ষড়যন্ত্র করায় অসমে ধৃত এক মুসলমান কংগ্রেস নেতা।

By - Suhash Bhattacharjee | 6 Nov 2020 5:39 PM IST

বাংলাদেশে গ্রেফতার হওয়া এক অপরাধী এবং কাশ্মীরে উগ্রপন্থীদের কাছ থেকে উদ্ধার হওয়া আপেলের ঝুড়িতে লুকনো কার্তুজ-গ্রেনেডের সম্পর্কহীন দুটি ছবিকে কোলাজ করে ফেসবুকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। ভুয়ো পোস্টে দাবি করা হচ্ছে, গ্রেফতার হওয়া এই মুসলমান ব্যক্তিটি অসমের এক কংগ্রেস নেতা যিনি অসমে হিন্দুদের উপর আক্রমনের পরিকল্পনা করছিলেন।

ফেসবুক পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, অসমের কংগ্রেস নেতা আমজাত আলি মসজিদ থেকে গ্রেফতার হলেন, তিনি মসজিদে আপেলের পেটিতে কার্তুজ আর অস্ত্র মজুত করে রেখেছিলেন অসমে হিন্দুদের উপর আক্রমণ করার জন্য, পুলিশ তাকে গ্রেফতার করেছে।

(মূল হিন্দিতে ক্যাপশন: "असम के कांग्रेस नेता अमजात अली सेब की पेटी में हथियार और गोलियां के साथ मस्जिद से हिरासत में। हिंदुओं को मारने का कर रहा था प्लान। पुलिस ने दबोचा.)
Full View
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে। 

হিন্দিতে প্রায় একই বয়ানে ফেসবুকে শেয়ার করা হয়েছে ছবিগুলি।

Full View

ফেসবুক পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

তথ্য যাচাই

বুম ২০১৮ সালের অক্টোবর মাসে একই ছবি ভাইরাল হলে বিষয়টির তথ্য যাচাই করে। বুম সে সময়  অসম পুলিশের সাথে যোগাযোগ করলে তারা জানান অসমে এই ধরণের কোনও অভিযোগ জমা পড়েনি।
বুম অসমের প্রদেশ কংগ্রেস কমিটির সাথেও সে সময় যোগযোগ করলে জনানো হয় অমজাত আলি নামে তাদের কোনও নেতা-কর্মী নেই। অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্দুল খালিক সে সময় বুমকে জানান, "আজমাত আলি এই নামে অসম প্রদেশ কংগ্রেসের কোনও বড় নেতা নেই, আমরা অতিসম্প্রতি এইরকম কোনও সংবাদও শুনিনি।"
গুগলে আমজাত আলি এই নাম লিখে সার্চ করেও বিশেষ কোনও তথ্য পায়নি। আপেলের পাশে গ্রেনেড থাকা এই ছবিটি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০১৮ সালের ২৯ অক্টোবর প্রকাশিত কাশ্মীরের একটি পুলিশ এনকাউন্টার সংক্রন্ত প্রতিবেদনে এই ছবিটি খুঁজে পায়। ওই ঘটনায় নারবাল এলাকা থেকে তিনজন উগ্রপন্থীকে পুলিশ গ্রেফতার করে।
একই ছবি অনেকগুলি স্থানীয় সংবাদ পত্রেও প্রকাশ পায়। (দেখুন এখানেএখানে)। সংবাদ সংস্থা পিটিআই এবং কাশ্মীর অবজার্ভারেও এই ঘটনার বিস্তৃত বিবরণ সহ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: মুম্বই পুলিশের অর্ণব গোস্বামীকে নির্যাতন করার ছবি? না, দাবিটি ঠিক নয়

বুম ভাইরাল ছবি দুটি নিয়ে আরও সার্চ করে, এবং দেখে, ছবিতে থাকা পুলিশদের পোষাকেটি গাঢ় নীল রঙের, যা ভারতীয় পুলিশের খাকি পোষাকের রঙের সাথে মেলে না। বুম তারপর নিশ্চিত হতে পারে যে এই ছবিটি বাংলাদেশের।



বাংলাদেশের স্থানীয় সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় ছবিতে থাকা হাতে হাতকড়া লাগানো লোকটি ২৮ বছর বয়সী ব্যক্তি হলেন মোবারক হোসেন, যিনি পেশায় একজন 
মাদ্রাসা শিক্ষক। 
২০১৮ সালে গ্রেফতার করা হয় মোবারক। মোবারকের বিরুদ্ধে একটি ১৩ বছর বয়সী নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে এবং নাবালিকাটি পরে আত্মহত্যা করে। সংবাদ প্রতিবেদনগুলি পড়া যাবে এখানে, এখানেএখানে

Tags:

Related Stories