Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

সোনভদ্রর ভিডিওকে বলা হল হাথরসে নির্যাতিতার বাড়িতে প্রিয়ঙ্কা গাঁধী

বুম দেখে ২০১৯ সালে জমি-বিবাদে খুন হওয়া ১০ অদিবাসী ব্যক্তির পরিবারের সদস্যদের প্রিয়ঙ্কা গাঁধীর সঙ্গে দেখা করার ভিডিও এটি।

By - Suhash Bhattacharjee | 2 Oct 2020 2:38 PM GMT

২০১৯ সালে উত্তরপ্রদেশের সোনভদ্রর ঘোরাওয়াল গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে ১০ জন আদিবাসীকে খুন হওয়ার ঘটনায় প্রিয়ঙ্কা গাঁধীর ওই শোকাহত পরিবারের মহিলাদের সান্ত্বনা দেওয়ার ভিডিওকে হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার ভিডিও বলা হচ্ছে। 

বৃহস্পতিবার রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢরা হাথরস যেতে চাইলে যমুনা এক্সপ্রেসওয়েতে উত্তরপ্রদেশ পুলিশ বাধা দেয় তাঁদের। হেটে তাঁরা হাথরাস যাওয়ার সিদ্ধান্ত নিলে, পরে তাঁদের গ্রেফতার করে দিল্লি ফেরত পাঠায় উত্তরপ্রদেশ পুলিশ। প্রিয়ঙ্কা টুইট করে জানান পুলিশের লাঠিচালনায় কয়েকজন কংগ্রেস কর্মীরা আহত হয়েছেন।

ভাইরাল হওয়া ১ মিনিটের ভিডিওটিতে দেখা যায় প্রিয়ঙ্কা গাঁধী বঢরা দাওয়ায় বসে শোকাহত মহিলাদের সান্ত্বনা দিচ্ছেন। ভিডিওটির নেপথ্যে মহিলা কন্ঠে 'তেরে মিট্টি' গানটির অংশ জুড়ে দেওয়া হয়েছে। ভিডিওতে কংগ্রেস দলের প্রতীক 'হাত' রয়েছে।

ভিডিওটি শেয়ার করে ফেসবুকে ক্যাপশন লেখা রয়েছে, "কংগ্রেসের দ্বিতীয় ইন্দিরা গান্ধী, উত্তরপ্রদেশে দলিত মেয়ের ধর্ষণ-মৃত্যুতে প্রিয়াঙ্কা গান্ধী কে পেয়ে ভেঙে পড়লেন" (বানান অপরিবর্তিত)
ভিডিওটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

উত্তরপ্রদেশের আগ্রার অদূরে হাথরসে নির্যাতনের শিকার হওয়া ১৯ বছর বয়সী দলিত তরুনীর মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশের রাজনীতি উত্তপ্ত। আভিযোগ, চারজন উচ্চবর্ণের যুবকদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে ওই তরুনীটি। দু'সপ্তাহ আগে ওই নির্যাতিতাকে হাথরস হাসপাতাল ঘুরে আলিগড়ের জওহরলাল নেহরু মেডিকেল হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়। পরে ওই তরুনীকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি এইমস-এ রেফার করা হয়। পরে তাঁকে ভর্তি করা হয় সফদরজং হাসপাতালে।

সেখানে তরুনীটি মারা যায় মঙ্গলবার। মৃত তরুনীর পরিবারের লোকজনের দাবি না মেনে ওই দিন রাতেই দাহ করা হয় তাঁকে। হাথরাসের জেলাশাসক এলকায় ১৪৪ ধারা জারি করেছেন। এলাকায় গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ। বুধবার যোগী আদিত্যনাথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন।

আরও পড়ুনঅ্যাভিয়ান সারকোমা সারাতে অমিত শাহ নিউইয়র্কে, ভাইরাল হল মিথ্যে বার্তা

তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভাইরাল হওয়া ভিডিওটি ২০১৯ সালের জুলাই মাসে সোনভদ্রে জমি বিবাদের জেরে গুলি চালনায় নিহত হওয়া ১০ জন অদিবাসী ব্যক্তির 
শোকাহত
 পরিবারের সদস্যদের প্রিয়ঙ্কা গাঁধী বটরার সান্ত্বনা দেওয়ার ভিডিও। 
বুম ভাইরাল হওয়া ভিডিওটির কয়েকটি মূল ফ্রেম রিভার্স সার্চ করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ২০ জুলাই ২০১৯ পোস্ট করা একটি টুইট খুঁজে পায়। ওই টুইটে লেখা হয়, "জেলা পরিদর্শন করতে গিয়ে আটক হওয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরার সঙ্গে মির্জাপুরের চুনর গেস্ট হাউসে সাক্ষাৎ সোনভদ্রে গুলি চালনার ঘটনায় নিহত পরিবারের সদস্যদের।"
এই একই ভিডিও দেখা যাবে ওই দিন আপলোড করা দ্য হিন্দুস্তান টাইমসের রিপোর্টে।
Full View
গ্রাম প্রধান যজ্ঞ দত্তের নির্দেশে প্রায় ২০০ জনের সশস্ত্র বাহিনী সোনভদ্রের ঘোরাওয়াল গ্রামে তাণ্ডব চালায় ওই আদিবাসীদের উপর। ১০ জন আদিবাসী খুন হন।
সেবারও নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান প্রিয়ঙ্কা গাঁধী। প্রিয়ঙ্কা সেনভদ্রে যেতে চাইলে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে জানান মির্জাপুরের জেলাশাসক অনুরাগ পটেল। প্রিয়ঙ্কাকে রোখা হলে তিনি ধর্নায় বসেন। পরে তাঁকে আটক করে চুনর দুর্গে রাখা হয়। সেখানেই নির্যাতিতার পরিবারের সদস্যরা প্রিয়ঙ্কার সঙ্গে দেখা করেন। 

Related Stories