Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

দাঙ্গা-পীড়িতদের ত্রাণ প্রদানকে শাহিন বাগের মহিলাদের টাকা বিলি বলা হল

বুম দেখে ভাইরাল হওয়া ভিডিওটি ২৮ ফেব্রুয়ারি দিল্লির পুরানা মুস্তফাবাদ এলাকায় ত্রাণসামগ্রী বণ্টনের ছবি।

By - Anmol Alphonso | 8 March 2020 10:34 AM GMT

দাঙ্গা কবলিত দিল্লির কিছু অংশে পীড়িতদের মধ্যে ত্রণসামগ্রী বিলি করার একটি ছবিকে ভুয়ো ব্যাখ্যা সহ শেয়ার করা হচ্ছে যে, এটি শাহিন বাগে আন্দোলনরত মহিলাদের টাকা দিয়ে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে উস্কানি দেওয়ার ছবি।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১০ লক্ষেরও বেশি লোক ৩০ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি দেখে ফেলেছে, যাতে দেখা যাচ্ছে, একটা সরু গলির মধ্যে সার দিয়ে দাঁড়ানো মহিলা ও শিশুরা হাত পেতে টাকা নিচ্ছে।

উত্তর-পূর্ব দিল্লির কয়েকটি স্থানে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে গত সপ্তাহে ভয়ংকর হিংসাত্মক দাঙ্গা-হাঙ্গামা বেধেছিল, যাতে অন্তত ৪৫ জন নিহত হয়।

কানাডীয় টুইটার প্রাভাবক তারেক ফাতাহ ভাইরাল ভিডিওর একটি অংশ টুইট করে মন্তব্য করেন: "দিল্লির শাহিন বাগের এই ভিডিওটি নিজে থেকেই যা বলার বলে দেয়।"

বুম আগে তারেক ফাতাহের শেয়ার করা ভুয়ো তথ্য খণ্ডন করেছে। পড়ুন এখানেএখানে

এই একই ভিডিও রিটুইট করেছেন ভারতীয় জনতা পার্টির তথ্য-প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অমিত মালব্য।


রিয়ালিটি শো মারফত লোকের মনোরঞ্জন করা রাহুল মহাজনও একই ধরনের ব্যাখ্যা সহ ভিডিওটি শেয়ার করেন: "যে ৫০০ টাকা পেলেই কিছু না বুঝেই জাতির বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন করে, সে ৫০০০ টাকা পেলে যে এই দেশকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে, এতে আর আশ্চর্য কী?"

টুইটটি আর্কাইভ করা আছে এখানে

ফেসবুকেও ভিডিওটি হয়েছে

ফেসবুকেও ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছে, যাতে শাহিন বাগে আন্দোলনরত মহিলাদের প্রতি কটাক্ষ করা হয়েছে।

ভিডিওটি এখন আর পাওয়া যাচ্ছে না, তবে তার আর্কাইভ বয়ান দেখতে পারেন এখানে

তথ্য যাচাই

শাহিন বাগ অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ২ মার্চ চেন্নাই-এর সমাজকর্মী চন্দ্র মোহনের একটি ক্লিপ শেয়ার করা হয়েছে, যেখানে তাঁকে এই ভুয়ো ভিডিও ফুটেজগুলির পর্দাফাঁস করতে দেখা যাচ্ছে।

সেখানে চন্দ্র মোহন একটি সরু গলির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, যেটাকে তিনি পুরানা মুস্তফাবাদ এলাকার গলি রূপে শনাক্ত করেছেন। ভিডিও ক্লিপটিতে তিনি জানাচ্ছেন, এই ত্রাণসামগ্রী বিলি দিল্লির বাবু নগরের ৯ নং গলির এ ব্লকে শুরু করা হয়। তাঁকে বলতে শোনা যাচ্ছে: "শিব বিহারের অনেক লোক যাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারা এখানে এসে বসবাস করছে। এখানকার বাসিন্দারা তাঁদের জন্য নিজেদের হৃদয় এবং বাড়ির দরজা দুই-ই হাট করে খুলে দিয়েছেন, যাতে তারা এখানে নিরাপদে বাস করতে পারে।" তিনি এরপর টাকা বিলি করা কালো জামা পরা এক ব্যক্তিকে শাহজাদ মালিক বলে পরিচয় করিয়ে দিয়ে বলেন, যখন ত্রাণসামগ্রী সব ফুরিয়ে যায়, তখন এই শাহজাদই নগদ ৭০ হাজার টাকা দুর্গতদের মধ্যে বিলি করেন।

মোহন ভিডিওটি ফেসবুকেও শেয়ার করেছেন ভিডিওটি।

Full View

বুম চন্দ্র মোহনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান: "আমি চেন্নাইয়ের একজন সমাজকর্মী এবং রাজনৈতিক কর্মী। ত্রাণ ও উদ্ধারের কাজ করতে আমি ৫ দিন আগে দিল্লিতে এসেছি। আমরা প্রথম চাঁদবাগ থেকেই কাজ শুরু করি। তবে শিব বিহার এবং মুস্তফাবাদেও দাঙ্গা-কবলিত মানুষরা রয়েছেন। তাই শুধু সেখান থেকেই ত্রাণসামগ্রী বিলি করায় একটু সমস্যা হচ্ছিল, তাই চাঁদবাগ থেকে আমরা বিলি-কেন্দ্রটা মুস্তফাবাদে সরিয়ে আনি। অনেকেই আমার কাছে জানতে চাইছিল, এই ভাইরাল ভিডিওটার সত্যিটা কী? আমি এখানে পৌঁছনর পর এখানকার লোকেরা বললো, ভিডিওটি এই জায়গাতেই তোলা এবং ত্রাণে নিযুক্ত শাহজাদকেও তারাই চিনিয়ে দিল। আমি পরে তার সঙ্গেও যোগাযোগ করি।"


আমরা শাহজাদ মালিকের সঙ্গেও যোগাযোগ করি এবং তিনি জানান, ভিডিওয় দেখা টাকা বিলি করা ব্যক্তিটি তিনিই। "দাঙ্গায় সর্বস্ব খোয়ানো মানুষরা এখানে এসে আশ্রয় খুঁজেছেন। আমরা প্রথমে ত্রাণসামগ্রীই বিলি করছিলাম। কিন্ত যখন সব ফুরিয়ে গেল, তখন আমরা নগদ টাকা বিলি করতে শুরু করি। আশপাশের দোকানপাটও সব বন্ধই ছিল। তাই আমরা প্রত্যেক মহিলাকে ৫০০ টাকা করে ত্রাণসাহায্য দিই, সব মিলিয়ে মোট ৭০ হাজার টাকা।"

শাহজাদ বুমকে জানান, ভাইরাল ভিডিওর দৃশ্যটি ২৮ ফেব্রুয়ারি দুপুর ৩টে নাগাদ তোলা হয়। ওই দিনেই হোয়াটসঅ্যাপে শেয়ার হওয়া ভিডিওটির একটি স্ক্রিনশটও তিনি আমাদের দেখান।


তিনি আমাদের আরও জানান, মূল ভিডিওটি ২ মিনিটের, সেটিকে অভিসন্ধিমূলক ভাবে কাটছাঁট করে ৩০ সেকেন্ডে নামানো হয়েছে এবং ভুয়ো ব্যাখ্যা জুড়ে দেওয়া হয়েছে। শাহজাদ মূল ভিডিওটাও বুমের সঙ্গে শেয়ার করেন।

আমরা চন্দ্র মোহনের তোলা ভিডিও এবং ভাইরাল হওয়া ফুটেজটির তুলনা করে দেখেছি, দুটি একই জায়গার ছবি। দুটি ফুটেজেই সেই একই ইঁটের দেওয়াল এবং রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত হেলমেট দেখতে পাওয়া যাচ্ছে।

বামে: মোহনের ভিডিও, ডানে: ভাইরাল হওয়া ভিডিও

শাহিন বাগের প্রতিবাদকে ভুয়ো তথ্য দিয়ে বিকৃত করা হচ্ছে

প্রধানত মহিলাদের নেতৃত্বে শাহিন বাগে যে আন্দোলন চলছে, তার সম্পর্কে রকমারি মিথ্যা প্রচার চলছ। প্রতিবাদীরা টাকা নিয়ে আন্দোলনে শামিল হয়েছে, এমন কুৎসা প্রচার অনেক ভাবেই করা হচ্ছে। বুম এই ধরনের কুত্সার পর্দাফাঁস আগেও করেছে। পড়ুন এখানেএখানে

Related Stories