Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

কৃষক বিক্ষোভ: ছোট্ট এক মেয়ের রুটি পরিবেশনের পুরনো ছবি জিইয়ে উঠল

বুম দেখে ছবিটি সাম্প্রতিক কৃষক আন্দোলনের নয়, ২০১৭ সাল থেকে ছবিটি সোশাল মিডিয়ায় রয়েছে।

By - Suhash Bhattacharjee | 21 Dec 2020 6:12 PM IST

একটি ছোট্ট মেয়ে পাত্রে রুটি নিয়ে গুরুদোয়ারার লঙ্গরখানায় পরিবেশন করছে—এরকম একটি পুরনো ছবিকে সাম্প্রতিক কৃষক বিক্ষোভের সাথে জুড়ে ফেসবুকে শেয়ার করা হচ্ছে। বুম দেখে ছবিটি ২০১৭ সালের জুলাই মাস থেকে সোশাল মিডিয়ায় রয়েছে।

পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা দিল্লির অদূরে সীমান্ত এলাকা সিঙ্গুতে প্রতিবাদে অংশ নিয়েছেন কেন্দ্রীয় সরকার পাশ করা তিনিটি কৃষি আইনের বিরুদ্ধে। কৃষকরা মনে করছেন এই বিলগুলি তাঁদের স্বার্থের পরিপন্থী। বারকয়েক সরকার ও কৃষক সংগঠনগুলির আলোচনা ফলপ্রসু হয়নি। বিল তিনটি প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছে কৃষক সংগঠনগুলি। 

ছবিতে দেখা যায় একটি ছোট্ট মেয়ে হাসিমুখে একটি ঝুড়িয়ে রুটি নিয়ে দাড়িয়ে আছে, পিছনে লোকেদের সারিবদ্ধভাবে বসে খেতে দেখা যাচ্ছে। এই ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে "দিল্লির কৃষক আন্দোলনে হাজির ছোট্ট একটা পরী ........ যারা রাস্তায় খোলা আকাশের নীচে খেতে বসেছে তাদের কেউ 'ফুসলিয়ে' আন্দোলনে পাঠিয়েছে বলে #প্রচার করা হচ্ছে.....আপনি এই #অপপ্রচার-কে বিশ্বাস করেন ???#StandWithFarmersChallenge"

পোস্ট দেখা যাবে এখানে, আর্কাইভ করা আছে এখানে
Full View
এই ছবিটি টুইটারে পোস্ট করে এক ব্যবহারকারী ইংরেজিতে ক্যাশপন লিখেছেন, "এবং এই সুন্দর ছবিটি,, কৃষকদের সমর্থনে ছোট্ট এই রাজকুমারীটি খাবার পরিবেশন করছে।"
(ইংরেজিতে: And this lovely picture.....Cute lil princess in support of our farmers.... serving food to them....)
এরকম দুটি টুইট দেখা যাবে এখানে ও এখানে। টুইট দুটি আর্কাইভ করা আছে এখানে ও এখানে

তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে ছবিটি সাম্প্রতিক কৃষক আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নয়, ২০১৭ সাল থেকে ছবিটি সোশাল মিডিয়ায় রয়েছে।
বুম রিভার্স ইমেজ সার্চ করে দেখে যে ছবিটি ২০১৭ সালের ১৪ জুলাই মাসে 'গুরু কা লঙ্গর' নামে একটি ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। গুরু কা লঙ্গর মানে যেখানে গুরুর নামে খাদ্য পরিবেশন করা হয় জনগণের উদ্দেশে। 
ছবিটি আর্কাইভ করা আছে এখানে
Full View

ছবিটিতে 'পাওন্তা সাহিব' স্থান ট্যাগ করা হয়েছে যা হিমাচল প্রদেশের একটি শহরের গুরুদোয়ারা।

'পাওন্তা সাহিব' স্থান ট্যাগ করা রয়েছে ছবিটিতে।

বুম স্বাধীনভাবে ছবিটির স্থান ও উৎস যাচাই করতে পারেনি। তবে নিশ্চিত হতে পেরেছে ছবিটি লাগাতার চলা কৃষক আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নয় যেহেতু ছবিটি ২০১৭ সাল থেকে ইন্টারনেটে রয়েছে।
বুম কৃষক বিক্ষোভ নিয়ে একাধিক ভুয়ো খবরের  তথ্য যাচাই করেছে। পড়ুন নিচের তথ্য-যাচাইগুলি।

Tags:

Related Stories