Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

মুর্শিদাবাদের নৃশংস খুন নিয়ে সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির ভুয়ো মন্তব্য ভাইরাল

ভুয়ো ব্লগের প্রতিবেদনে মিথ্যে মন্তব্য যোগ করে মুর্শিদাবাদের নৃশংস ঘটনার সঙ্গে তুলনা টানা হচ্ছে।

By - Sk Badiruddin | 12 Oct 2019 7:04 PM IST

সোশাল মিডিয়ায় সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির ভুয়ো মন্তব্য নিয়ে প্রকাশিত একটি ব্লগের প্রতিবেদন ভাইরাল হয়েছে। ওই ভুয়ো প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইয়েচুরি বলেছেন, “আরএসএস একটি জঙ্গী গোষ্ঠী তাই ওদের কেউ মরলে খুশী হওয়া উচিত।” প্রতিবেদনটি এমন সময়ে লেখা হয়েছে যখন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একই পরিবারের ৩ জনের নৃশংস খুনের ঘটনায় সোশাল মিডিয়া ও গণমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। অনেকে দাবি করেছেন নিহত পরিবারের কর্তা বন্ধুপ্রকাশ পাল আরএসএস বা বিজেপি কর্মী। এই খুনের ঘটনার পিছনে রয়েছে হওয়ায় রাজনীতির যোগ। বুম আগেই যাচাই করেছে বন্ধুপ্রকাশ পাল, তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও পুত্রের মৃত্যুতে রাজনৈতিক যোগসাজস অস্বীকার করেছেন দক্ষিন বঙ্গের আরএসএস প্রচারক, রাজ্য বিজেপি নেতৃত্ব ও মুর্শিদাবাদ পুলিশ। প্রতিবেদনটি পড়ুন এখানে

ভাইরাল হওয়া প্রতিবেদনটিতে শিরোনাম লেখা হয়েছে, ‘‘RSS একটি জঙ্গী গোষ্ঠী তাই ওদের কেউ মরলে খুশী হওয়া উচিত: সীতারাম ইয়েচুরি’’

প্রতিবেদনটিতে লেখা হয়েছে, ‘‘RSS একটি জঙ্গী গোষ্ঠী তাই ওদের কেউ মরলে খুশী হওয়া উচিত" আজ এক সম্মেলনে এই কথা বলে ফের বিতর্কে জড়ালেন CPIM এর পালিটব্যুরো নেতা সীতারাম ইয়েচুরি।

তিনি আরো বলেন যে RSS ভারতের একটি হিন্দু জঙ্গিগোষ্ঠী এবং মুর্শিদাবাদে মৃত প্রকাশ পাল একজন সক্রিয় RSS কর্মী, সেই হিসাবে প্রকাশ পাল ও তার পরিবারে হত্যা কাণ্ডে তাঁর কোনো সমবেদনা নেই।
তাঁর মতে RSS কর্মী মরা আর জঙ্গি মরা দুটো একই জিনিস।’’

ওই ব্লগের প্রতিবেদনটি আর্কাইভ করা আছে এখানে

এই প্রতিবেদন শেয়ার করা পোস্ট বেশ ভাইরাল হয়েছে ফেসবুকে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এরকম একটি পোস্ট লাইক করেছেন ১,১০০ জনের বেশি। শেয়ার করেছেন ৬৮৫ জন। খবরটিকে সত্য ভেবে মন্তব্য করেছেন ৬৪৯ জনের বেশি। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

বুম যাচাই করে দেখেছে গণমাধ্যমে সীতারাম ইয়েচুরির করা এই ধরনের মন্তব্যের কোনও হদিস নেই। ভুয়ো ব্লগ প্রতিবেদনটি লেখা হয়েছে ১১ অক্টোবর। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মুর্শিদাবাদের ঘটনা নিয়ে সীতারাম ইয়েচুরি সংবাদমাধ্যমে কোনও কথা বলেননি বা টুইটারে কোনও মন্তব্য প্রকাশ করেননি। তিনি এবছরের ২ মে একটি কলামে সন্ত্রাসবাদে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুরকে ভুপালে বিজেপি লোকসভা প্রার্থী করায় উষ্মা প্রকাশ করেন। সেসময় তিনি মন্তব্য করেন, ‘‘কে বলেছে হিন্দু কখনও সন্ত্রাসবাদী হতে পারেনা।’’ সেপ্টেম্বর মাসে তিনি আরএসএসের বিরুদ্ধে অভিযোগ তোলেন জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার।

বুম ভারত নিউজ ব্লগের ভুয়ো সংবাদপরিবেশন নিয়ে একাধিক তথ্যযাচাই করেছে। প্রতিবেদনগুলি নীচে পড়া যাবে।

আরও পড়ুন: ভারতের বিশ্বকাপ খেলার হারে খুলনায় ফিস্ট করতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে মারা গেছে ভাইরাল খবরটি ভুয়ো

আরও পড়ুন: নভজ্যোৎ সিংহ সিধু বলেছেন বিদেশে চলে যেতে চান: বিভ্রান্তিকর ছবি সহ ভাইরাল হল প্রতিবেদন

Related Stories