Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফাস্ট চেক

সরকারি হাসপাতালে মুসলিমদের জন্মহার অন্য ধর্মের তুলনায় বেশির দাবি ভুয়ো

বুম দেখে কেরল সরকার হাসপাতালে ধর্মভিত্তিক জন্ম অথবা কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে ধর্মভিত্তিক জন্মের তথ্য প্রকাশ করে না।

By - Srijanee Chakraborty | 7 July 2024 4:57 PM IST

Claim

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্টে দাবি করা হচ্ছে আরটিআই করে জানা গেছে সরকারি তথ্য অনুযায়ী ভারতের সরকারি হাসপাতালগুলিতে একদিনে মুসলিম শিশু জন্মের হার অন্যান্য ধর্মের তুলনায় বেশি। ভাইরাল পোস্টগুলিতে আলাদা করে কেরল রাজ্যের কথা উল্লেখ রয়েছে। ছবিটিতে লেখা দেখা যায়, "জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন কেন দরকার? পড়ুন এটি। আপনার চোখ খুলে যাবে। কেরালার সরকারি হাসপাতালে একদিনের শিশু জন্মানোর রেকর্ডঃ হিন্দু সন্তান---৩৭, খ্রিস্টান---১২, শিখ---১৭, মুসলমান---১৬৭ যদি কোন ব্যক্তির এই মেসেজটি সম্বন্ধে সন্দেহ হয় তবে RTI দ্বারা সরকারি তথ্য যাচাই করতে পারেন। ভারতে সরকারি হাসপাতালে একদিনের জন্ম নেওয়া শিশুর রেকর্ডঃ হিন্দু সন্তান---৩৩৩৭, খ্রিস্টান---১২২২, শিখ---১১১৭, মুসলমান---৫৮১৬৭"। পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

Fact

বুম ২০২২ সালের জুলাই মাসে একই রকম একটি দাবি ভাইরাল হলে তার তথ্য যাচাই করে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতের রেজিস্ট্রার জেনারেলের ১৫ জুনে ২০২১-এ প্রকাশিত সাম্প্রতিকতম সিআরএসে ২০১৯ সালের পরিসংখ্যান পাওয়া যায়। ওই তথ্য অনুযায়ী, ২০১৯ সালে, ২,৪৮,২০,৮৮৬ (২.৪৮ কোটি) শিশুর জন্ম হয় ভারতে। পরিসংখ্যানটি  ভাগ করা হয়: ১। লিঙ্গ: ৫২.১% ছেলে, ৪৭.৯% মেয়ে ২। চিকিৎসা ব্যবস্থার সাহায্য: ৮১.২% শিশুর জন্ম হয় বিভিন্ন প্রতিষ্ঠানে, ৪.৫% প্রশিক্ষণহীন দাইদের হাতে, ৮.৪% জন্মায় ডাক্তার, নার্স বা দাই'র হাতে, ৩.৩% জন্মায় "অন্যান্যদের" হাতে, ২.৭% শিশুর জন্মের বিবরণ পাওয়া যায় না ৩। নথিকরণ: ২০১৯-এ, আনুমানিক জন্মের ৯২.৭% নথিভুক্ত করা হয় ৪। জেলা স্তরে, শিশুর জন্ম ও মৃত শিশু প্রসব, লিঙ্গ অনুযায়ী নথিভুক্ত করা হয় ৫। জন্ম নথিভুক্ত করার ক্ষেত্রে সময়ের ব্যবধান (দিনের হিসেবে) ৬।জন্মকালে ছেলে-মেয়ের অনুপাত ৭। শহর ও গ্রাম: ৫৪.২% শিশু জন্মায় শহরে; গ্রামাঞ্চলে ৪৫.৮%। এই তালিকায়, ভারতব্যাপী জন্ম সংখ্যার কোনও ধর্মভিত্তিক ভাগ নেই। কেরল সরকার ধর্মভিত্তিক জন্মের তালিকা প্রকাশ করলেও সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানভিত্তিক তথ্য প্রকাশ করে না।২০২৩ সালে প্রকাশিত সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী ২০২১ সালে ১,৮১,৩৯৬ অর্থাৎ দিনে ৪৯৭ হিন্দু শিশু জন্মায় এবং ১,৬৯,২৯৬ অর্থাৎ দৈনিক ৪৬৪ মুসলিম শিশুর জন্ম হয় কেরলে। দিল্লির ২০২০ সালের সিআরএস থেকে জানা যায়, সে বছর ওই রাজ্যে ৩,০১,৬৪৫ শিশু জন্মায়। গড় হিসেবে, দিনে ৮২৪টি শিশুর জন্ম হয় সেখানে। তার মধ্যে ২,৪৯,২৬২ (প্রায় ৮২.৬%) হিন্দু শিশু জন্মায়, মুসলমান শিশু জন্মায় ৪৬,৫১৩ (১৫.৪%), শিখ শিশু ১,২৬২, ৩,০৪৮ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের শিশু জন্মায় ১,৫৬০।



Tags:

Related Stories