Claim
সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি কেকের মধ্যে থেকে সাদা রঙের ট্যাবলেট বের করছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এক সাম্প্রদায়িক দাবি করে বলা হয়, এই কেকে পক্ষঘাতের ট্যাবলেট ঢুকিয়ে তা হিন্দুদের এলাকায় বিক্রি করা হয়। ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে লেখা হচ্ছে,“LUPPO সম্পর্কে সতর্ক* মৃত্যু আপনার চারপাশে। বাজারে এসেছে ধর্মদ্রোহী জিহাদিদের তৈরি নতুন কেক। লুপো কোম্পানির কেকের ভিতরে একটি ট্যাবলেট রয়েছে যা শিশুদের পক্ষাঘাতগ্রস্ত করে, দয়া করে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে পাঠান, শুধুমাত্র হিন্দু এলাকায় বিক্রি হয়। আপনার বাচ্চাদের যত্ন নিন এবং নিজের যত্ন নিন।”
Fact
বিভ্রান্তিকর দাবিতে এর আগেও ভিডিওটি ভাইরাল হলে বুম ২০২০ সালে তার তথ্য যাচাই করেছিল। আমরা সেসময় দেখি ভিডিওটি ২০১৯ থেকে সোশ্যাল মিডিয়ায় রয়েছে। আমার ভিডিওটির গতি কমিয়ে ভালো করে দেখলে লক্ষ্য করতে পারি কেকের উপর একাধিক ছোট ছোট গর্ত রয়েছে। এছাড়াও লুপ্পো ব্র্যান্ডের কেকটি তুরস্কের সোলান (Şölen) কোম্পানির পণ্য। তুরস্কের তথ্য যাচাইকারী সংস্থা টেইট ৮ নভেম্বর ২০১৯ তারিখে ভিডিওটির তথ্য যাচাই করে। টেইটকে সোলানের একজন মুখপাত্র জানান তাদের এই পণ্যটি একমাত্র ইরাকে পাওয়া যায়। এছাড়াও সোলানের একজন মুখপাত্র তথ্য যাচাইকারী সংস্থা স্নুপসকে জানাই, ভিডিওটি “বিভ্রান্তিকর ভিত্তিহীন এবং মিথ্যে” এবং “বদনাম করার উদ্দেশ্য নিয়ে বানানো”।