Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফাস্ট চেক

সাম্প্রদায়িক দাবিসহ ফের ভাইরাল পুরনো সিএএ বিরোধী বিক্ষোভের ভিডিও

বুম দেখে ভিডিওটিতে মুর্শিদাবাদ জেলায় ২০২২ সালের সিএএ বিরোধী বিক্ষোভের ঘটনা দেখা যায়।

By - Srijanee Chakraborty | 9 July 2024 7:34 AM GMT

Claim

সম্প্রতি মুর্শিদাবাদের নাওপাড়ামহিষাসুর স্টেশনে কয়েকজন যুবকের ভাঙচুর করার ভিডিও ভুয়ো সাম্প্রদায়িক দাবিসহ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীরা ভিডিওটি শেয়ার করে ভুয়ো দাবি করেছেন ট্রেনের শব্দে নামাজ পড়তে অসুবিধা হওয়ায় স্থানীয় মুসলমানদের রেল স্টেশন ভাঙচুর করার দৃশ্য দেখা যাচ্ছে ভিডিওতে। একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "নাওপারামহিষাসুর স্টেশন মুর্শিদাবাদে ভেঙে তছনছ করলো স্থানীয় মুসলমানরা। কারনটা কি, নাহ ট্রেনের আওয়াজ নামাজ পড়তে অসুবিধা করছিলো।SEE THE FUTURE OF INDIA/ W.B. IN THE YEARS TO COME!!" ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে  

Fact

বুম ২০২২ সালে একই সাম্প্রদায়িক দাবিসহ এই ভিডিওটি ভাইরাল হলে তার তথ্য যাচাই করে। সেসময় আমরা ভিডিওতে "নাওপাড়া মহিষাসুর" সাইনবোর্ডটি লক্ষ্য করি। তারপর, কিওয়ার্ড সার্চ করে ১৪ ডিসেম্বর ২০১৯-এ আপলোড করা একইরকম ইউটিউব ভিডিও পাই। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, "সাগড়দিঘির নওপাড়া মহিষাসুর স্টেশনে ক্যাব ও এন আর সি বিরোধী বিক্ষোভ মিছিল"। এরপর, আমরা পশ্চিমবঙ্গে সিএএ বিরোধী প্রতিবাদ সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে ইউটিউবে ২০২০ সালের ১৮ নভেম্বর আপলোড করা 'ওয়াইল্ডফিল্মসইন্ডিয়া'র' অফিসিয়াল চ্যানেলে ভাইরাল ভিডিওটির একটি দীর্ঘতর সংস্করণ পাই। ভিডিওটির ক্যাপশনে থেকে জানা যায় পশ্চিমবঙ্গে সিএএ-এনআরসি চালু করার প্রতিবাদে কিছু যুবক একটি রেল স্টেশন ভাঙচুর করে। ভিডিওটির বিবরণ অনুযায়ী, "পশ্চিমবঙ্গে, দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে, একটি রেল স্টেশনের আশেপাশে বসবাসকারী লোকেরা কাঠের ডান্ডা নিয়ে সরকারি সম্পত্তির ওপর চড়াও হন ও ভাঙচুর চালান। অল্পবয়সী ছেলেদের স্টেশনের ভেতরে লাঠি দিয়ে দেওয়াল ও ফ্যানে আঘাত করতে দেখা যায়। যুবকরা ঘরটির মধ্যে তাণ্ডব চালালে, সেখানে ভাঙ্গা আসবাবপত্র পড়ে থাকে।" এছাড়াও, সাগরদিঘি থানার সাব-ইনস্পেক্টর প্রিয়তোষ সিন্হার সঙ্গে এবিষয়ে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করে বুমকে জানান ২০১৯ সালে সিএএ-বিরোধী বিক্ষোভ চলাকালীন ঘটনাটি ঘটে এবং ভাইরাল দাবিটি ভুয়ো।


Related Stories