বৃহস্পতিবার অকালি দলের বিধায়ক মনজিন্দর এস সিরসা নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন তেহরিক-উল-মুজাহিদিন-এর জঙ্গিদের কাশ্মীরে অনুপ্রবেশের এক বছর পুরানো ভিডিও টুইট করলেন এবং দাবি করলেন, ভিডিওটি নতুন।
অকালি দলের এই নেতা তারিখবিহীন ভিডিওটি টুইটটি আর্কাইভ করা আছে এখানে। ভিডিওতে ওই জঙ্গিদের তেহরিক-উল-মুজাহিদিন-এর নাম বলতে শোনা গেছে। ‘তেহরিক-উল-মুজাহিদিন’ দিয়ে টেক্সট সার্চ করে বুম দেখতে পায় যে ২০১৮ সালের জুলাই মাসে ওই একই ভিডিও টাইমস নাউ নামে সংবাদ চ্যানেল ইউটিউবে আপলোড করেছিল। এই ভিডিওটি কবে তোলা হয়েছে তা নিশ্চিত করে বলা যায় না তবে টাইমস নাউ –এর আপলোড করা ভিডিওতেও একই লোকদের একই পোশাক পরে একই কথা বলতে দেখা গেছে। ফেব্রুয়ারিতে প্রকাশিত দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক আনলফুল অ্যাকটিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট বা ইউএপিএ অনুসারে ভারতে সন্ত্রাসবাদ ছড়ানো এবং যুব সম্প্রদায়কে সন্ত্রাসবাদে দীক্ষিত করার জন্য জম্মু ও কাশ্মীরের এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে নোটিস দেওয়া হয়, তাতে লেখা হয়, “সম্প্রতি টিইউএম অনেকগুলি সন্রাসবাদী আক্রমণ ঘটিয়েছে। এ ছাড়া গ্রেনেড আক্রমণ, অস্ত্র ছিনিয়ে নেওয়া, হিজাবুল-মুজাহিদিন ও লস্কর-ই-তৈবার মত আতঙ্কবাদী সংগঠনগুলিকে যাতায়াত ও অর্থনৈতিক সমর্থন জোগানোর মত বেআইনি কার্যকলাপ করে চলেছে।” আরও পড়ুন: অবরুদ্ধ কাশ্মীরে উত্তেজনা বাড়াচ্ছে পুরনো ভিডিয়ো আর ছবি
","type":"rich","providerNameSlug":"twitter","className":""} -->