সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টুপি পরা ছবি শেয়ার করা হয়েছে এবং ফেসবুক পোস্টের ছবিটিতে একজন মৌলবি-স্থানীয় কারও হাত থেকে প্রধানমন্ত্রীকে কিছু নিতে দেখা যাচ্ছে।
পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, “মমতা করলেই তোষন?’’ যা সম্ভবত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর মেরুকরণ রাজনীতির উপর একটি কটাক্ষ।
পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে। পোস্টটির স্ক্রিনশট নীচে দেওয়া হল।
তথ্য যাচাই
ছবিটিতে ফটোশপ করা। বুম রিভার্স সার্চ করে আসল ছবিটি খুঁজে পেয়েছে। মূল ছবিটিতে তার মাথায় কোনও টুপি নেই।
মধ্যপ্রদেশের ইন্দোরের সাইফি মসজিদে তোলা হয়েছিল ওই ছবি। ১৪ সেপ্টেম্বর ২০১৮ এই ছবিটি প্রধানমন্ত্রী ট্যুইট করেছিলেন। পাশের ব্যক্তিটি দাউদি বোহরা সম্প্রদায়ের আধ্যাত্মিক প্রধান সোয়েদনা মুফাদ্দল সইফুদ্দিন।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ‘আসুরা দিবস’ উপলক্ষ্যে ইন্দরো ইসলামীয় দাউদি বোহরা সম্প্রদায় আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিয়েছিলেন। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। ইসলামিক বছরের প্রথম মাস মহরমের শুরুতে হজরত মহম্মদের দৌহিত্র ইমাম হুসেনের মৃত্যু বার্ষিকীর স্মরনে ‘আসুরা দিবস’ পালন করা হয়।
প্রধানমন্ত্রী কলমা পরেছেন এরকম একটি ভুয়ো দাবি সহ একটি পোস্ট ভাইরাল হয়েছিল কয়েক মাস আগে। ইন্দোরের ওই অনুষ্ঠানের ভিডিওকেই বিকৃত করেই পোস্টটি ভাইরাল হয়েছিল। ওই দাবিকে নস্যাত করা বুমের প্রতিবেদনটি পড়া যাবে এখানে।