BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করছেন...
ফ্যাক্ট চেক

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করছেন নরেন্দ্র মোদী? ভাইরাল ছবি সম্পাদিত

বুম দেখে আসল ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণীর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায়।

By - Srijit Das |
Published -  4 May 2021 9:00 AM IST
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করছেন নরেন্দ্র মোদী? ভাইরাল ছবি সম্পাদিত

    সোশাল মিডিয়ায় একটি ফোটোশপ করা ছবি বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে যেটিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পা ছুঁয়ে প্রণাম করার ভঙ্গিমায় রয়েছেন। ভাইরাল হওয়া ভুয়ো ছবিটি শেয়ার করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের এক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভের প্রেক্ষিতে।

    বুম দেখে ভুয়ো ছবিটি ২০১৩ সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া নরেন্দ্র মোদীর বরিষ্ট বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর পা ছুঁয়ে প্রণাম করার আসল ছবি সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

    ২ মে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফলে দেখা যায় ২১৩ আসন নিয়ে পশ্চিমবঙ্গ জয়ের হ্যাট্রিক করে তৃণমূল কংগ্রেস। ৭৭ টি আসন জেতে বিজেপি। বাম কংগ্রেস ও আইএসএফ-এর সংযুক্ত মোর্চা ও অন্যান্য দল পায় ১ টি করে আসন। যদিও নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাতে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

    আরও পড়ুন: শিকেয় কোভিড, ভোট প্রচারে ৪ কোটি ফেসবুকে ব্যয় রাজনৈতিক দলগুলির

    বাংলার জয় নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    Congratulations to Mamata Didi for @AITCofficial's win in West Bengal. The Centre will continue to extend all possible support to the West Bengal Government to fulfil people's aspirations and also to overcome the COVID-19 pandemic. @MamataOfficial

    — Narendra Modi (@narendramodi) May 2, 2021

    গ্রাফিক ছবিটিতে লেখা হয়েছে, "অবশেষে মাথা নত করলেন চৌকিদার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে"।

    গ্রাফিক পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

    আরও পড়ুন: ২১ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট: গণশক্তির নামে ভুয়ো বুথ ফেরত সমীক্ষা ভাইরাল

    তথ্য যাচাই

    বুম ভাইরাল ছবিটিকে রিভার্স সার্চ করে ২০১৩ সালে প্রকাশিত এনডিটিভির এক প্রতিবেদনে আসল ছবিটিকে খুঁজে পায়।

    ছবিটির ক্যাপশন লেখা হয়, "নরেন্দ্র মোদী আজ ভোপালে সুসজ্জিত মঞ্চে এলকে আডবাণীর পা স্পর্শ করছেন, কিন্তু বিজেপির সবচেয়ে বরিষ্ট নেতা তখনও অস্বস্তিকর মুহূর্তে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে খেয়াল করলেন না।" ছবির সূত্র হিসেবে উল্লেখ করা হয় সংবাদ সংস্থা পিটিআইয়ের নাম।

    ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদীর প্রণাম করার সময় লালকৃষ্ণ আদবানির তাঁর দিকে না তাকানোর বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয় গণমাধ্যমে।

    নিয়ে ভাইরাল হওয়া ভুয়ো ছবি ও আসল ছবির তুলনা করা হল।

    মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে প্রণাম করতে যাচ্ছেন এরকম দাবি করা আরেকটি ফোটোশপ করা ছবি বুম আগে তথ্য-যাচাই করেছে।

    আরও পড়ুন: বিজেপি প্রার্থী সুকুমার রায়ের মন্তব্য বলে বিকৃত সংবাদের ছবি ভাইরাল

    Tags

    West Bengal Assembly Election 2021Fake NewsMorphed ImageMamata BanerjeeBJPTMCFake ImageFact CheckLK AdvaniNarendra Modi
    Read Full Article
    Claim :   ছবিতে নরেন্দ্র মোদীকে মমতা বন্দোপাধ্যায়ের পায়ে হাত দিতে দেখা যায়
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!