প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হিন্দি সিনেমা জগতের লোকজনের সেলফি ফোটোশপ করা হয়েছে। তাতে দেখানো হয়েছে, অভিনেতারা মাথায় "জয় শ্রী রাম" লেখা ফেট্টি বেঁধে আছেন, এবং ছবিটি একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য অপ্রাসঙ্গিক ভাবে শেয়ার করা হচ্ছে।
প্রধানমন্ত্রী অভিনেতাদের এক ডেলিগেশনের সঙ্গে ১০ জানুয়ারি ২০১৯ নতুন দিল্লিতে দেখা করেন। আর চিত্রপরিচালক করণ জোহার সেই সাক্ষাতের সময় তোলা এক সেলফি তাঁর ইনস্টাগ্র্যাম হ্যান্ডেলে আপলোড করেন। সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায়।
করণ জোহারের ইনস্টাগ্র্যাম অ্যাকাউন্ট থেকে
অনেকের সঙ্গে আলিয়া ভাট, রণবীর কাপুর, রণবীর সিং, আয়ুষ্মান খুরানাও সেখানে উপস্থিত ছিলেন।
প্রায় একই রকম ছবি আরও অনেকের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও।
কিছু ব্যক্তি ওই সাক্ষাৎকে প্রচারধর্মী বলে সমালোচনা করেন।
কয়েক ঘন্টায় ছবিটির এক ফোটোশপকরা সংস্করণ টুইট করেন ফোটোশপ এক্সপার্ট@Atheist_Krishna । টুইটারে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের মধ্যে ওই টুইটার হ্যান্ডেলের ভাল সংখ্যক অনুগামী আছে।
'মোদী বিদ্বেষীরা কেমন চোখে দেখে' ক্যাপশন সমেত ফোটোশপকরা ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।
তবে মোদীর সমালোচকদের এক হাত নেওয়ার জন্য যে মেসেজটি শেয়ার করা হয়, সেটি এক সম্পূর্ণ ভিন্ন বক্তব্য সমেত কিছু ফেসবুক পেজ আর টুইটার হ্যান্ডলার থেকে শেয়ার করা হচ্ছে।
টুইটার হ্যান্ডল @lights_asc 'মন্দির তো বনেগা' (মন্দির তো তৈরি হবে) ক্যাপশন সমতে শেয়ার করেছে।
ফেসবুক পোস্টগুলির আরকাইভ সংস্করণ দেখতে এখানে ও এখানে ক্লিক করুন।
এমনকি 'ডেইলি পোস্ট', যেটি নিজেকে একটি নিউজ পোর্টাল বলে দাবি করে, সেটিও তাদের এক লেখায় দুটো ছবিই প্রকাশ করে। কিন্তু যে ছবিটির অভিনেতাদের কপালে তিলক মাথায় "জয় শ্রী রাম" লেখা ফেট্টি বাঁধা আছে, সেটি যে আসলে ফোটোশপকরা, সেকথা কোথাও উল্লেখ করেনি। রিপোর্টটির আরকাইভ সংস্করণ এখানে দেখুন।
অনেক ফেসবুক ব্যবহারকারী মতামত বিভাগে আসল ছবিটি বসাচ্ছেন, আবার অনেকে ওই 'জয় শ্রী রাম' লাগানো ছবিটিই ব্যবহার করেছেন।