Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ইন্ডিয়ান আইডলের মঞ্চে আজানের দৃশ্য দাবিতে ছড়াল সম্পাদিত ভিডিও

বুম দেখে বিভিন্ন ব্যক্তিত্বের দেওয়া নানা প্রতিক্রিয়া ডিজিটাল উপায়ে সম্পাদনা করে জুড়ে ভিডিওটি তৈরি করা হয়েছে।

By - Towhidur Rahman | 17 Oct 2022 9:21 PM IST

সঙ্গীতভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান (Reality Show) ইন্ডিয়ান আইডলের (Indian Idol) মঞ্চে আজান দেওয়া হয়েছে দাবি করে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভাইরাল ওই ভিডিওতে এক ব্যক্তিকে আজানের (Azan) সুরে গলা মেলানোর পাশাপাশি বলিউডের নানা ব্যক্তিত্বকে বিভিন্ন প্রতিক্রিয়া দিতে দেখতে পাওয়া যায়।

বুম যাচাই করে দেখে ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত। ডিজিটাল উপায়ে সম্পাদনা করে ভিডিওটিতে বলিউডের বিভিন্ন ব্যক্তিত্ব তথা নৃত্যশিল্পী গীতা কপূর, অভিনেত্রী ভূমি পেডনেকর, শিল্পা শেঠি, অভিনেতা শাহরুখ খান ও প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রতিক্রিয়ার নানা দৃশ্য জুড়ে দেওয়া হয়েছে।

ভিডিওটি পোস্ট করে জনৈক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "মধুর সুরে আজান,,,, আল্লাহু আকবার"।


পোস্টটি দেখুন এখানে

এরকম আরও কিছু  পোস্ট দেখা যাবে এখানে এখানে

আরও পড়ুন: ট্রেন থেকে পড়ে আহত মহিলার পুরনো ছবি ছড়াল সাম্প্রতিক বলে

তথ্য যাচাই

বুম ভাইরাল ভিডিও থেকে কয়েকটি ফ্রেম নিয়ে ইয়ানডেক্সে রিভার্স ইমেজ সার্চ করে ইউটিউবে একই ভিডিওর এক দীর্ঘ সংস্করণ খুঁজে পায়। ২০২২ সালের ৪ জানুয়ারি আপলোড করা ওই ভিডিওর ইন্দোনেশিয়ান ভাষায় লেখা শিরোনাম অনুবাদ করলে দাঁড়ায়, "মাসাল্লাহ ️দয়া করে শান্ত হোন, খুব সুরেলা কন্ঠে নামাজের আজান সবাই শুনুন/প্যারডি"।

ভিডিওর সাথে লেখা বিবরণীর অনুবাদের এক অংশ অনুযায়ী, "এই ভিডিওটি শুধুমাত্র একটি প্যারোডি বা সম্পাদনা, শেয়ার বা বিনোদনের জন্য মিডিয়া দা'ওয়াহের ভালটা আপনাদের সকলের কাছে শেয়ার করার জন্য। একে অপরকে দোষারোপ করবেন না....."

Full View

ইউটিউবে আপলোড করা এই ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করে আমরা লক্ষ্য করি আজানের দৃশ্যে কোনও লোগো না থাকলেও প্রতিক্রিয়ার দৃশ্যগুলিতে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের লোগো দেখতে পাওয়া যায়। নিচে এমনই এক দৃশ্যের তুলনা করা হল। 


আমরা এরপর ভাইরাল ভিডিও থেকে কয়েকটি প্রতিক্রিয়ার ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি। এর মাধ্যমে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৭ জুন আপলোড করা এক নৃত্যভিত্তিক প্রতিযোগিতামূলক এক অনুষ্ঠানের ভিডিও খুঁজে পাওয়া যায়।

ওই ভিডিওতে নৃত্যশিল্পী গীতা কপূর, অভিনেত্রী ভূমি পেডনেকর, শিল্পা শেঠি, ও প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ভাইরাল ভিডিওর অনুরূপ একই প্রতিক্রিয়ার দৃশ্য দেখতে পাওয়া যায়।

Full View

ভিডিওর শিরোনাম অনুবাদ করলে দাঁড়ায়, "অক্ষিতের কাজ সুশান্ত, ভূমি এবং বিচারকদের চোখে জল এনে দেয় l সুপার ড্যান্সার চ্যাপ্টার ৩"।

নিচে ভাইরাল ভিডিওর প্রতিক্রিয়ার সাথে নৃত্যভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটিতে থাকা প্রতিক্রিয়ার দৃশ্যগুলির তুলনা করা হল।


অন্যদিকে ভাইরাল ভিডিওটির ১ মিনিট ৪৫ সেকেন্ড অংশে অভিনেতা শাহরুখ খানের প্রতিক্রিয়ার দৃশ্য দেখতে পাওয়া যায়। ওই প্রতিক্রিয়ার বিষয়ে জানতে দৃশ্যটির একটি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Full View

২০২১ সালের ৫ এপ্রিল আপলোড করা ভিডিওটির শিরোনাম অনুবাদ করলে দাঁড়ায়, "শাহরুখ খান নির্ভেশকে কিছু রোমান্সের কায়দা শিখিয়ে দিলেন। ইন্ডিয়ান আইডল জুনিয়র"।

উক্ত ভিডিওর ৩ মিনিট ৪০ সেকেন্ড অংশের সাথে ভাইরাল ভিডিওয় দেখতে পাওয়া প্রতিক্রিয়ার দৃশ্যটির মিল পাওয়া যায়। নিচে ওই দৃশ্যগুলির তুলনা করা হল।


আরও পড়ুন: খুনের অভিযোগে দোষী খ্রিস্টিয়ান ফার্নান্ডেজকে নিয়ে ফের ছড়াল ভুয়ো কাহিনী

Tags:

Related Stories