ছত্তীসগঢ়ে (Chhattisgarh) দুর্গা পুজোর (Durga idol immersion) ভাসানের শোভাযাত্রায় পুণ্যার্থীর গাড়ি চাপা (mow down) দেওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে ওই ঘটনায় ১৬ জন বাঙালিকে (Bengalis) পিষে মারা হয়েছে।
বুম যাচাই করে দেখে ছত্তীসগঢ়ের যশপুর জেলার পাথালগাওয়ের ওই মর্মান্তিক দুর্ঘটনায় ১৭ জন আহত হন এবং নিহত হন এক ব্যক্তি। দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির নাম গৌরব অগ্রবাল।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের ওই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিওতে দ্রুত ধবমান একটি এসইউভি গাড়িকে পুণ্যার্থীর চাপা দিতে দেখা যায়। ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়, "দুর্গাপুজোর প্রসেশনে ১৬ জন বাঙালিকে পিষে মারা হলো ছত্তিশগড়ে"
ভিডিওটিতে দেখতে ক্লিক করুন এখানে। (সাবধানতা ভিডিওটি মর্মান্তিক)
আরেকটি ফেসবুক পোস্ট দেখা যাবে এখানে।
আরও পড়ুন: চট্টগ্রামে মূর্তি ভাঙায় গ্রেফতার ব্যক্তির ছবি ছড়াল কুমিল্লা হিংসা বলে
তথ্য যাচাই
বুম ছত্তীসগঢ়ে দুর্গাপুজের ভাসানে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ইংরেজিতে কিওয়ার্ড সার্চ করে একাধিক গনমাধ্যমের রিপোর্ট খুঁজে পায়।
১৬ অক্টোবর ২০২১ প্রকাশিত দ্য ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী ১৫ অক্টোবর দুপুর একটা নাগাদ এই দূর্ঘটনা ঘছত্তীসগঢ়ের যশপুর জেলার পাথালগাওয়ে। বড়বাজার এলাকায় দুর্গাপুজোর বিসর্জনের সময় পুন্যার্থীদের গড়ি চাপা দেয় মধ্যপ্রদেশের বাসিন্দা বাবলু বিশ্বকর্মা ও শিশুপাল সাহা। ওই ঘটনায় গৌরব অগ্রবাল নামে এক ব্যক্তি মারা যান।
গাঁজা বোঝায় করে গাড়িতে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল বাবলু বিশ্বকর্মা ও শিশুপাল সাহা। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের ধরে ফেলে। পরে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ওই ঘটনায়, আরও দুজন গুরুতর জখম হন ও আর ১৫ জন আঘাত পান। দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়। প্রতিটি প্রতিবেদনেই ওই ঘটনার দৃশ্যের ছবি সহ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ভূপালে দুর্গা পুজোর ভাসানে আরেকটি পৃথক দূর্ঘনায় ধাবমান গাড়ির ধাক্কায় এক শিশু সহ দুই ব্যক্তি গুরুতর জখম হয়।
আরও পড়ুন: শবদেহে পুলিশের পা তুলে দেওয়ার ছবিটি পুরনো, লখিমপুর কাণ্ডের নয়