Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ক্রিকেটর রাচিন রবীন্দ্রের লাহোরের হাসপাতাল থেকে আইফোন চুরির দাবিটি ভুয়ো

নিউ জ়িল্যান্ড ক্রিকেট টিমের মিডিয়া ম্যানেজার উইলি নিকোলস বুমকে জানিয়েছেন রাচিন রবীন্দ্রের আইফোন চুরি হয়নি।

By -  Srijanee Chakraborty |

21 Feb 2025 4:10 PM IST

কিউয়ি ক্রিকেট তারকা রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) পাকিস্তানে চলা ত্রিদেশীয় সিরিজে চোট পাওয়ার পর, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবি ছড়িয়ে পড়েছে লাহোরের (Lahore) হাসপাতালে ভর্তি থাকাকালীন ওই ক্রিকেটরের আইফোন চুরি (Iphone stolen) হয়ে গেছে।

বুম দেখে ভাইরাল দাবি ভুয়ো। নিউ জ়িল্যান্ড ক্রিকেট টিমের মিডিয়া ম্যানেজার উইলি নিকোলস ভাইরাল দাবি খণ্ডন করে বুমকে নিশ্চিত করেন রাচিন হাসপাতালে ভর্তি হননি এবং তার ফোনও চুরি হয়নি। 

৮ ফেব্রুয়ারি, ২০২৫-এ ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ক্যাচ ধরতে গিয়ে বলের আঘাতে কপাল ফেটে গিয়েছিল রাচিনের। চোট গুরুতর না হলেও ওই সিরিজে আর খেলেননি তিনি। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের হয়ে খেলতে সমস্যা না হওয়ার কথা কিউয়ি ক্রিকেটrer জানিয়েছে নিউ জ়িল্যান্ড। 

বাংলাদেশি গণমাধ্যম খেলা ৭১ ভাইরাল দাবিসহ তাদের ফেসবুক পেজে একটি ভিডিও প্রতিবেদন পোস্ট করে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, "ইনজুরি হল, রাচিন রবীন্দ্রর ফোনও চুরি হল পাকিস্তানের হাসপাতাল থেকে।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

খেলা ৭১ তাদের ইউটিউব চ্যানেলেও ভিডিওটি পোস্ট করেছে। 

এক ফেসবুক ব্যবহারকারী খেলা ৭১-এর ইউটিউব ভিডিওর একটি থাম্বনেল শেয়ার করে ক্যাপশনে লেখেন, "চোরের দেশে এও সম্ভব।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

তথ্য যাচাই 

বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে। তবে, সার্চের মাধ্যমে আমরা কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাই না যা ভাইরাল দাবিটি সমর্থন করে। 

অনুসন্ধানের মাধ্যমে আমরা দেখি mufaddla parody নামক একটি এক্স হ্যান্ডেল থেকে ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে প্রথম ভাইরাল দাবিটি করা হয়েছিল। 


এই প্যারোডি অ্যাকাউন্ট পরিচিত ক্রিকেট বিশ্লেষক মুফাদ্দল ভোহরার নামে তৈরি একটি ভুয়ো এক্স হ্যান্ডেল। এই অ্যাকাউন্টটির বায়ো বিভাগেও এবিষয়ে স্পষ্ট উল্লেখ করা হয়ছে।


এই ধরণের প্যারোডি অ্যাকাউন্টগুলি কোনও বিখ্যাত ব্যক্তি, ব্র্যান্ড বা সংগঠনের নামে তৈরি ভুয়ো অ্যাকাউন্ট হয় যেখানে ব্যাঙ্গাত্মক বা মজার কন্টেন্ট পোস্ট করা হয় বিনোদনের জন্য।

 বুম আগেও মুফাদ্দল ভোহরার নামে বানানো অন্য একটি প্যারডি অ্যাকাউন্ট থেকে করা ভুয়ো দাবির তথ্য যাচাই করেছে। 

নিউ জ়িল্যান্ড ক্রিকেট টিমের মিডিয়া ম্যানেজারের বক্তব্য

নিউ জ়িল্যান্ড ক্রিকেট টিমের মিডিয়া উইলি নিকোলসের সঙ্গে বুম ভাইরাল দাবির বিষয়ে যোগাযোগ করলে তিনি সেটি খণ্ডন করে জানান দাবিটি ভুয়ো। নিকোলস বুমকে বলেন, "রাচিন হাসপাতালে ভর্তি হননি। আর, রাচিনের ফোন চুরি হওয়ার দাবিটিও মিথ্যা।"

Tags:

Related Stories