Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

হিটলারের সম্পাদিত ছবি ছড়িয়ে মোদীর সঙ্গে বাচ্চাদের আলাপচারিতার তুলনা

কন্সেন্ট্রেশন ক্যাম্পে কাঁটাতারের ওপারে দাঁড়ানো শিশুদের সামনে হিটলার— সম্পাদিত এই ছবির সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করা হয়েছে।

By - Archis Chowdhury | 9 May 2023 6:45 PM IST

কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে থাকা শিশুদের সামনে নাৎসি নায়ক অ্যাডলফ হিটলারের (Adolf Hitler) একটি ছবির সঙ্গে একই ভাবে কাঁটাতারের ওপাশে দাঁড়ানো শিশুদের সঙ্গে নরেন্দ্র মোদীর (Narendra Modi) শুভেচ্ছা বিনিময়ের ছবি জুড়ে দিয়ে সোশাল মিডিয়ায় তাঁদের তুলনা টানা হয়েছে। এমন একটা ক্যাপশন দিয়ে পোস্টটি শেয়ার করা হয়েছে, যাতে শিশুদের সঙ্গে এই দুই নেতার আচরণের তুলনা করা যায়।

বুম দেখলো, হিটলারের ছবিটা সম্পাদনা করা হয়েছে, কনসেন্ট্রেশন ক্যাম্পে বেঁচে যাওয়া কাঁটাতারের সামনে দাঁড়ানো শিশুদের সামনে তাঁর ছবি সেঁটে দিয়ে।

সম্প্রতি কর্নাটকের কলবুর্গিতে নির্বাচনী প্রচারে গিয়ে মোদীও কাঁটাতারের ওদিকে থাকা শিশুদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন, বিরোধী নেতারা এবং সোশাল মিডিয়া ব্যবহারকারী নাগরিকরা যার তীব্র সমালোচনা করেন। এই প্রেক্ষিতেই হিটলারের একই ধরনের ছবি পোস্ট করে তাঁকে নাৎসি নায়কের সঙ্গে তুলনা করা।

রাজনীতিকে পরিণত অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj) হিটলারের এই ফোটোশপ করা ছবিটি শেয়ার করে মোদীর ছবির সঙ্গে তুলনা করে ইংরাজি ও কন্নড় ভাষায় ক্যাপশন দিয়েছেন, “ইতিহাসের পুনরাবৃত্তি হয়। দেশের ভাবী প্রজন্ম তাহলে কাঁটাতারের ওপারেই থাকবে...সাবধান...!”

মূল ক্যাপশন, ""History repeats..Future is behind the Barbed wire .. BEWARE..ಇತಿಹಾಸ ಮರುಕಳಿಸುತ್ತಿದೆ .. ಭವಿಷ್ಯ ಮುಳ್ಳು ತಂತಿಯ ಹಿಂದಿದೆ . ಎಚ್ಚೆತ್ತುಕೊಳ್ಳಿ #justasking."




 আরও অনেক টুইটার ব্যবহারকারী প্রকাশ রাজের ইংরেজি ক্যাপশন ব্যবহার করে হুবহু ওই পোস্টটিই শেয়ার করেছেন।




 আমরা ফেসবুকেও হুবহু এই পোস্টটি একই ক্যাপশন সহ শেয়ার হতে দেখেছি। দেখুন এখানে, এখানেএখানে। 



তথ্য যাচাই

ভাইরাল হওয়া ছবিটি গুগলে সার্চ করে আমরা নাৎসি জার্মানিতে গণহত্যার পর বেঁচে যাওয়া শিশুদের কিছু ছবি খুঁজে পাই। তার মধ্যে ভাইরাল পোস্টের মতোই কাঁটাতারের ওপারে দাঁড়ানো শিশুদের ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের গণহত্যা স্মারক জাদুঘরে রাখা রয়েছে।



তবে সেই ছবিতে হিটলার অনুপস্থিত।

বরং আমরা স্টক ছবির সাইট অ্যালামিতে হিটলারের অন্য কিছু প্রচলিত ছবি দেখেছি, যার সঙ্গে ভাইরাল পোস্টের ছবির মিল রয়েছে।

হিটলারের ছবির সঙ্গে ভাইরাল ছবির শিশুদের ছবি তুলনা করলে স্পষ্ট হয় যে, এটি পরে ফোটোশপ করে জোড়া হয়েছে।




২০১৯ সালে হিটলারের আরও একটি ছবি ভাইরাল হয়েছিল যাতে মোদি একটি বাচ্চার কান ধরে টানছেন, এমন দৃশ্যের সঙ্গে হিটলারের ছবির মিল পাওয়া গিয়েছিল। তখনও বুম সেই সাদৃশ্যের ভুয়ো গুজবটির তথ্য যাচাই করেছিল।



Tags:

Related Stories