ভারত ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) জয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে একটি স্টেডিয়ামের মধ্যে হওয়া আতশবাজির প্রদর্শনীর ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীদের একাংশের দাবি ভিডিওতে ভারত (India) বনাম নিউ জ়িল্যান্ড (New Zealand) ফাইনাল ম্যাচের পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে (Dubai International Stadium) ফাটানো আতশবাজি দেখা যাচ্ছে।
একই ভিডিও শেয়ার করে অনেকেই দাবি করেছেন ভিডিওটি ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে জয়ী হওয়ার পর তোলা।
বুম দেখে ভাইরাল ভিডিওয় দৃশ্যমান স্টেডিয়াম আদতে কুয়েতের জাবের আল-আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়াম, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম নয় যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়েছিল। আমরা দেখি ক্লিপটি ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ইন্টারনেটে রয়েছে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে থেকেই।
২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে পর পর অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ডকে হারিয়ে জয়ী হয় ভারতীয় পুরুষ ক্রিকেট দল। ভারতের ম্যাচগুলি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। ২০১৩ সালের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হল ভারত।
ভাইরাল ভিডিওতে একটি স্টেডিয়ামের বাইরের দৃশ্য দেখা যায় যেখান থেকে বিভিন্ন ধরনের আতশবাজি ফাটতে দেখা যায়। একটি ফেসবুক পেজ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখে, "দুবাইয়ে ভারতের ঐতিহাসিক জয়ের পর স্টেডিয়াম জুড়ে উচ্ছ্বাস।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
একই ভিডিও শেয়ার করে অন্য একটি পেজের তরফ থেকে ক্যাপশনে দাবি করা হয়, "আজকে ভারত সেমিফাইনাল জেতার পর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের দৃশ্য ভারত মাতা কি জয়।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে একই ভিডিও কুয়েতে বসবাসকারী এক ফেসবুক ব্যবহারকারীর পেজে দেখতে পায়। ২৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে আপলোড করা ভিডিওর ক্যাপশন অনুযায়ী সেটি ২৬তম আরবিয়ান গাল্ফ কাপের উদ্বোধনী অনুষ্ঠানের।
পোস্টটির আর্কাইভ দেখুন এখানে।
এর থেকে স্পষ্ট হয় ভিডিওটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হওয়া সম্ভব নয় যা ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলেছে।
এরপর, আমরা আরবি ভাষায় গুগলে ২৬তম আরবিয়ান গাল্ফ কাপের উদ্বোধনী অনুষ্ঠান সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করি যার মাধ্যমে কুয়েতি সংবাদমাধ্যম আলরাই মিডিয়া গ্রুপের ২১ ডিসেম্বর, ২০২৪-এর একটি ইনস্টাগ্রাম পোস্ট পাই যেখানে ভাইরাল ভিডিওর মতো একটি স্টেডিয়াম থেকে আতশবাজির প্রদর্শনীর একাধিক ছবি দেখা যায়।
পোস্টটির ক্যাপশনে লেখা হয়, "গাল্ফ জেইন ২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের সময় আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে জাবের আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়াম।"
আলরাই মিডিয়া গ্রুপের ওয়েবসাইটেও আরবিয়ান গাল্ফ কাপের উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন ছবি প্রকাশ করা হয়।
এছাড়াও, টাইমস কুয়েত ২২ ডিসেম্বর, ২০২৪ তারিখে জাবের আল-আহমেদ স্টেডিয়ামে আরবিয়ান গাল্ফ কাপের উদ্বোধনী অনুষ্ঠান ও কুয়েত ও ওমানের মধ্যে খেলা প্রথম ম্যাচ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।
এরপর, আমরা ভাইরাল ভিডিওর স্টেডিয়ামের সঙ্গে গুগল ম্যাপে উপলব্ধ জাবের আল-আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইরের দৃশ্যের তুলনা করে দেখি দুটি একই স্টেডিয়ামের।
নীচে ভাইরাল ভিডিওর স্টেডিয়ামের সঙ্গে গুগল ম্যাপ থেকে নেওয়া কুয়েত ও দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামের স্ক্রীনশটের তুলনা দেখা যাবে।