Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

দুই ভারতীয় মহিলার কুস্তির ভিডিও ভারত-পাকিস্তান মোড় দিয়ে ভাইরাল

বুম দেখে ২০১৬ সালের এই ভিডিওটিতে দুই মহিলা কুস্তিগীরই ভারতীয়।

By - Srijanee Chakraborty | 29 April 2024 7:06 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে ভিডিওটিতে একজন ভারতীয় (India) মহিলা কুস্তিগীর (Female Wrestler) পাকিস্তানী (Pakistan) এক মহিলা কুস্তিগীরকে দুবাইয়ের (Dubai) একটি ম্যাচে পরাজিত করেছেন। 

বুম দেখে দাবিটি ভুয়ো এবং দুজন মহিলা কুস্তিগীরই ভারতীয়। বিজয়ী কুস্তিগীরের নাম কবিতা দেবী এবং পরাস্ত কুস্তিগীরের নাম বিবি বুলবুল।

২:২০ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে একজন মহিলা কুস্তিগীরকে মাইক হাতে দর্শকদের তার সাথে কুস্তি করার জন্য চ্যালেঞ্জ করতে দেখা যায়। সেই সময় এক গেরুয়া সালোয়ার কামিজ পরা মহিলা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে স্টেজে উঠে আসেন এবং তাকে কুস্তিতে পরাস্ত করেন।

এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে একজন ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লেখেন, "দুবাইয়ে এক কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হ'ন এক পাকিস্তানি মহিলা প্রতিযোগী। এর পরেই এই পাকিস্তানি মহিলা ভারতীয় মহিলাদের উদ্দেশ্যে গ্যালারির দিকে বিদ্রুপ করতে থাকে ------ কোন মাইকে লাল............? --- আমার সঙ্গে টক্কর নেবে ? কবিতা বিজয়লক্ষ্মী নামে তামিলনাড়ুর এক মহিলা হাত তুলে দাঁড়ান। তিনি স্টেজে উঠে পড়েন। এরপর মজাটা দেখুন। দেখুন চ্যাম্পিয়ন কেমন নাস্তানাবুদ হন।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

আরও একজন ব্যবহারকারী এই একই ক্যাপশনসহ ভাইরাল ভিডিওটি শেয়ার করেছেন।


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই 

২০১৮ সালের জুন মাসে এই ভিডিওটি একই দাবিসহ ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে। সেই সময় বুম দেখে ভিডিওটি ২০১৬ সালের কন্টিনেন্টাল রেসলিং এন্টারটেইনমেন্টের একটি ম্যাচের। ম্যাচটি পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত হয়েছিল। 

সেই সময়ের ডিএনএ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় বুলবুল দর্শকদের চ্যালেঞ্জ করলে তাদের মধ্যে থেকে কবিতা দেবী স্টেজে উঠে আসে বুলবুলের সাথে কুস্তি করবে বলে। 

কন্টিনেন্টাল রেসলিং এন্টারটেইনমেন্ট দ্য গ্রেট খালির প্রতিষ্ঠা করা পেশাদার কুস্তিগিরদের জন্য স্কুল। এই ভিডিওগুলি বিনোদনের জন্য বানানো। 

বুম সিডব্লুইর তৎকালীন অফিস ইন চার্জ অনিল রানার সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, "এরা পেশাদার কুস্তিগীর এবং এদের পাকিস্তানের সঙ্গে কোনো যোগ নেই।" তিনি জানান গেরুয়া সালোয়ার কামিজ পরা মহিলার নাম কবিতা দেবী। রানা বলেন, "ভিডিওর অন্য মহিলা বিবি বুলবুল, তিনি শিগ্রহি হিমাচলে কুস্তি করবেন।" 

এছাড়াও, আমরা কন্টিনেন্টাল রেসলিং এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও দেখতে পাই। 

Full View

ভিডিওটি দেখুন এখানে। 

Tags:

Related Stories