২০২৩ সালের জুন মাসে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন লন্ডনের ওভালে ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party) সমর্থকদের দলীয় পতাকা প্রদর্শন করার পুরনো এক ছবি সম্প্রতি মিথ্যা দাবিসমেত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ছবিটি শেয়ার করে নেটিজেনদের অনেকে দাবি করেন সাম্প্রতিক এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান একদিনের ক্রিকেট ম্যাচের সময় এই দৃশ্য দেখা গেছে।
প্রসঙ্গতঃ, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ খেলায় পাকিস্তানের মুখোমুখি হয়েছিল।
ছবিটি পোস্ট করে ক্যাপশন হিসাবে লেখা হয়, "এটি ছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ, কিন্তু বিজেপি সমর্থকরা বিজেপির পতাকা নিয়ে উপস্থিত হয়েছিল সেই ম্যাচে। আমরা ভারতের সাথে আছি"।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
আরেকটি পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।
একই ছবি বিভ্রান্তিকর দাবি সহ ফেসবুকেও প্রচার করা হচ্ছে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি ২০২৩ সালের জুন মাসে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালীন লন্ডনের ওভাল ক্রিকেট মাঠে তোলা হয়েছিল।
ভাইরাল ছবি থেকে ধারণা করে আমরা "বিজেপি পতাকা ক্রিকেট ম্যাচ" কিওয়ার্ড ব্যবহার করে গুগলে সার্চ করে ২০২৩ সালের জুন মাসে প্রকাশিত বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন খুঁজে পাই। ওই প্রতিবেদন অনুসারে, বিজেপির পতাকা নিয়ে ২০২৩ সালের জুন মাসে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের প্রথম দিনে স্টেডিয়ামের ভিতরে এক ক্রিকেট ভক্তের একটি ছবি দেখা যায়।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ২০২৩ সালের ৭ থেকে ১১ জুন লন্ডনের ওভালে অনুষ্ঠিত হয় যেখানে অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়লাভ করে।
ইন্ডিয়া টুডের সাংবাদিক রাজদীপ সরদেশাই ২০২৩ সালের ৭ জুন ভাইরাল ছবিটি টুইট করে লেখেন, "ওভালে দেখা গেছে: শুধু একবার সবাইকে মনে করানো, এটি ভারত বনাম অস্ট্রেলিয়া!"
টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।
ভাইরাল ওই ছবির সাথে ২০২৩ সালের জুন মাসের এই টুইটের ছবির এক তুলনা করা হয়েছে যা নিচে দেখতে পাওয়া যাবে।