রাম ভজনের একটি ভিডিও এই মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে যে, গানটি গেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেটির হিন্দিতে লেখা ক্যাপশনে বলা হয়েছে, "এই ভজন কে গাইছে তা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন! গায়ক আর কেউ নন, উনি হলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী জি। ধন্য সেই দেশ যার প্রধানমন্ত্রী ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে এতটা জানেন ও বোঝেন...***এটা খুবই গর্বের বিষয়। একেবারে প্রফেশনাল গায়কের মতো গাওয়া হয়েছে।"
(হিন্দিতে লেখা ক্যাপশন: अगर आप को मालूम हो जाए कि यह देवी भजन कौन गा रहा है तो आप आश्चर्यचकित हो जाएंगे! यह और कोई नहीं है, यह हमारे देश के प्रधान मंत्री माननीय श्री नरेन्द्र मोदी जी हैं। धन्य है वह देश जहाँ का प्रधानमंत्री ऐसी धार्मिक आस्था व संस्कृति को जानने और समझने वाला हो...* *बहुत ही गर्व की बात है। एकदम प्रोफेशनल सिंगर की तरह गाया है)
ওই ভিডিওটি একই ক্যাপশন সহ ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।
আরও পড়ুন: কলকাতার নাখোদার ফোয়ারার ছবি ভুয়ো দাবিতে জুড়ল জ্ঞানবাপী মসজিদের সঙ্গে
তথ্য যাচাই
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে সার্চ করার ফলে আমরা দেখি একই ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে। সেগুলিতে গায়কের কণ্ঠস্বর একই রকম ছিল।
একটি ভিডিওতে বলা হয়, ভজনের গায়ক হলেন পুজ্য প্রেমভূষণজি মহারাজ। তারপর আমরা ওই নামটি দিয়ে সার্চ করি। দেখা যায়, ভাইরাল ভজনটি ইউটিউব চ্যানেলে আগেই আপলোড করা হয়েছিল, এবং গায়কের নামটি একই ছিল।
পুজ্য প্রেমভূষণজি মহারাজ ইউটিউব চ্যানেলে ১৮ মার্চ, ২০২১ ভজনটি আপলোড করা হয়। ওই ভিডিওটিতেও একই গায়কের কণ্ঠস্বর শুনতে পাই আমরা। সেটির ক্যাপশনে লেখা হয়, "পুজ্য প্রেমভূষণজি মহারাজ *ভজন* রাম নামকে সাবুন সে জো"।
ভাইরাল ভিডিও ও আসল ভিডিওটির গায়কের কণ্ঠস্বর একই।
আমরা এর পর, পুজ্য প্রেমভূষণজি মহারাজের ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করি। সেই অফিসের একজন আমাদের নিশ্চিত করে বলেন যে, ভাইরাল ভিডিওর ভজনটি পুজ্য প্রেমভূষণজি মহারাজেরই গাওয়া।
পুজ্য প্রেমভূষণজি মহারাজের অফিসের এক ব্যক্তি বুমকে বলেন, "ভিডিওটিতে মহারাজজির কণ্ঠস্বরই শোনা যাচ্ছে। উনি ২০১৮ থেকে ওই ভজনটি গেয়ে আসছেন।"
আরও পড়ুন: ভাইরাল ভিডিওটিতে শ্রীলঙ্কার মন্ত্রীদের বেআব্রু করা হচ্ছে না