ভারতীয় সেনার সর্বাধিনায়ক জেনারেল মনোজ পাণ্ডে (Manoj Pande) আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) এবং বিজেপি নেতা নিতিন গডকড়ী (Nitin Gadkari) সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, এ রকম একটি ফোটোশপ করা ছবি শেয়ার করে ভুয়ো দাবি (Fake Claim) করা হচ্ছে যে, সেনা-প্রধান নাকি নাগপুরে আরএসএস-এর সদর-দফতর সফর করেছেন।
বুম দেখে ওই ৩ জনেরই আলাদা-আলাদা ছবি ফোটোশপ করে জুড়ে ভাইরাল করা হয়েছে।
সেই ছবির ক্যাপশনে আবার প্রশ্ন তোলা হয়েছে, "সেনা-প্রধান মনোজ পাণ্ডে মোহন ভাগবতের সঙ্গে কী করছেন?"
ভাইরাল ফেসবুক পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
ওই একই ভুয়ো দাবি সহ টুইটারেও পোস্টটি ভাইরাল হয়েছে।
টুইটটি দেখুন এখানে।
টুইটটি দেখুন এখানে।
আরও পড়ুন: ইয়াসিন মালিকের যাবজ্জীবন সাজায় তাঁর স্ত্রীর প্রতিক্রিয়া ছড়াল পুরনো ভিডিও
তথ্য যাচাই
বুম দেখে ভারতীয় সেনার চিফ জেনারেল মনোজ পাণ্ডে, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং বিজেপি নেতা নিতিন গডকড়ী —এই তিন জনের আলাদা-আলাদা ছবি কেটে জুড়ে ফোটোশপ করে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে।
যেমন রিভার্স সার্চ করে দেখা যায় আরএসএস প্রধান মোহন ভাগবতের ছবিটি ২০১৬ সালের ডিসেম্বরে তাঁর সঙ্গে তোলা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছবি থেকে কেটে তুলে নেওয়া হয়েছে।
এই ছবিটার সঙ্গে মোহন ভাগবতের ভাইরাল ছবির হুবহু মিল—তিনি একই শাল গায়ে দিয়ে আছেন এবং ছবির পটভূমিও একই।
ছবিটি দেখতে ক্লিক করুন এখানে।
এন্য দিকে বিজেপি নেতা নিতিন গডকড়ীর ছবিটা ২০২২ সালের এপ্রিলে রাজ ঠাকরে ও তাঁর পরিবারের সঙ্গে তাঁর তোলা ছবি থেকে নেওয়া হয়েছে। ওই ছবিতে গডকড়ী যে পোশাক পরে রয়েছেন, ভাইরাল হওয়া ছবিটাতেও তাঁকে সেই একই পোশাকে দেখা যাচ্ছে।
এই ছবিটি দেখতে ক্লিক করুন এখানে।
নীচে ভাগবতের সঙ্গে গডকড়ীর মূল ছবির সঙ্গে ভাইরাল পোস্টের ছবির তুলনা দেখলেই স্পষ্ট হবে ফোটোশপের বিষয়টি।
সেনার চিফ জেনারেল মনোজ মনোজ পাণ্ডের ছবিটাও তাঁর ছোটবেলার বন্ধু দিলীপ আথালের সঙ্গে তোলা একটি ছবি থেকে তুলে জোড়া হয়েছে। মূল ছবিটি ইটিভি ভারত মারাঠিতে প্রকাশিত ছবি থেকে নেওয়া, যেখানে তাঁকে ভাইরাল ছবির সঙ্গে একই রঙের জামা পরে থাকতে দেখা যাচ্ছে।
ছবিটি দেখতে ক্লিক করুন এখানে।
নীচে ভাইরাল পোস্টের ছবির সঙ্গে মূল ছবির তুলনা করে দেখানো হয়েছে, যে-জামা পরে মনোজ পাণ্ডেকে ভাগবতের সঙ্গে দাঁড় করিয়ে ছবি ফোটোশপ করা হয়েছে, সেই একই জামা পরে একই মুখভঙ্গিতে তিনি মূল ছবিতেও রয়েছেন।
তা ছাড়া, আমরা এমন কোনও সংবাদ-প্রতিবেদনও দেখিনি, যেখানে নাগপুরে আরএসএস প্রধানের সঙ্গে সেনা-প্রধান ও বিজেপি নেতার সাক্ষাতের কোনও বিবরণ প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বাড়ি নদীতে তলিয়ে যাওয়ার পুরনো ভিডিও অসমে বন্যা বলে ছড়াল