Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

জননাঙ্গের আকারে বোতল বলে এফআইআর দায়ের কোকা-কোলাকে? ব্যঙ্গ পোস্ট ভাইরাল

বুম দেখে "রিয়েলইনসটস" ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ব্যঙ্গাত্মক পোস্টে এই দাবিটি করা হয়।

By - Nivedita Niranjankumar | 2 Sept 2021 5:14 PM IST

লেখিকা-আঁকিয়ে প্রিয়ংকা পল (Priyanka Paul) নাকি পুলিশে একটি অভিযোগ দায়ের করেছেন কোকা-কোলার (Coca Cola) বিরুদ্ধে তার বোতলগুলির আকার কেন পুরুষ জননাঙ্গের মতো, এই মর্মে!তার যে স্ক্রিনশটটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেটি ভুয়ো এবং একটি ব্যঙ্গাত্মক পোস্ট হিসাবেই ইনস্টাগ্রামে ছাড়া হয়েছিল। বুম দেখে, রিয়েলইনশট্স (RealinShots) নামে একটি অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি বানানো হয়, এইটি অতীতেও এমন অনেক ভুয়ো পোস্ট ছেড়েছে যেগুলো ভাইরাল হয়েছে। 

পোস্টটিতে ২২ বছর বয়স্কা মহিলা লেখক ও সমাজকর্মী প্রিয়ংকার যে ছবিটি ব্যবহার করেছে, তার দাবি, "দিল্লির এই নারীবাদী মহিলা পুলিশের কাছে কোকা-কোলার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন পুরুষ জননাঙ্গের আকারে এই পানীয়ের বোতল তৈরি করায় l"

পোস্টটি ভুয়ো হলেও তাকে বিশ্বাসযোগ্য করে তুলতে একটি স্ক্রিনশটের চেহারা দেওয়া হয়েছে, যেন এটি সংবাদের অ্যাপ ইনশর্টস-এ প্রকাশিত কোনও প্রতিবেদন থেকে নেওয়াl পোস্টটিতে প্রিয়ংকার মুখে একটি ভুয়ো উদ্ধৃতিও বসানো হয়েছে, যাতে তিনি বলছেন— "আমি এই বোতলের আকারকে আপত্তিকর মনে করি, কারণ এটা পিতৃতন্ত্রকে সমর্থন করে l"

পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে অনেকেই প্রিয়ংকাকে এ নিয়ে পুলিশে অভিযোগ করায় বিদ্রূপ করেছেন। 

Full View



আরও পড়ুন: সিরিয়ায় এক মহিলাকে প্রকাশ্যে খুন করার ভিডিও আফগানিস্তানের বলে ছড়াচ্ছে

 তথ্য যাচাই

আমরা প্রথমেই প্রিয়ংকা পল-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে দেখি যে, সেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন, তিনি কোকা-কোলার বিরুদ্ধে এ ধরনের কোনও এফআইআর পুলিশে দাখিল করেননি:

বুম-কে প্রিয়ংকা জানালেন: "বোঝাই যাচ্ছে পোস্টটি ভুয়ো l আমি প্রথম এটি নজর করি রিয়েলইনশট্স পেজ-এ, যখন আমার কয়েকজন বন্ধু আমায় সেটি পাঠিয়ে দেয় l কবে আবার 'নারীবাদী মহিলা' বলে কোনও সংবাদ-প্রতিবেদন শুরু হয়? তিনি আরও বলেন- পেজটি আমার নাম বা ছবি ব্যবহারের জন্য আমার কোনও অনুমতিও নেয়নি l এমনকী এখনও পর্যন্ত পোস্টটি মুছেও দেয়নি l"

এর পর আমরা ইনস্টাগ্রাম-এর রিয়েলইনশট্স (RealinShots) অ্যাকাউন্টটি খতিয়ে দেখিl এটি নিজেকে একটি ব্যঙ্গাত্মক পেজ বলে বর্ণনা করে এবং ভারতের "সবচেয়ে বিশ্বস্ত ভুয়ো খবরের উত্স" বলেও দাবি করে থাকেl এই পেজটিই প্রিয়ংকাকে নিয়ে ভুয়ো খবরটি পোস্ট করে দাবি জানায়, ২০২১ সালের ২৫ অগস্ট নাকি প্রিয়ংকা কোকা-কোলার বিরুদ্ধে তার তৈরি বোতলের আকার বিষয়ে অভিযোগ জানিয়েছেl ক্যাপশনে লেখা হয়, "এই অভিযোগের পরিণতিতে কোকা-কোলা সংস্থা তার পানীয়ের জন্য পুরুষ জননাঙ্গের আকারের বোতল তৈরি বন্ধ করেছে l কোথায় ভারতীয় সমাজের পুরুষতান্ত্রিক শোষণের বিরুদ্ধে মুখর হওয়ায় আমার প্রশংসা করবে, তা নয় উল্টে এত সংবেদনশীল হওয়ার জন্য লোকে আমাকে এখন ট্রোল করছে l ভারতের মতো দেশে কোনও মেয়ের সাহসী হওয়ার এই কি পুরস্কার? গোটা ব্যাপারটা এত হতাশাব্যঞ্জক!"


পেজটির ডিসপ্লে ফোটোতেও রিয়েলইনশট্স (RealinShots) কথাটিতে ইংরাজি R অক্ষরটি বাদ গেছে এবং এটাকে একটা সত্যিকারের সংবাদসংস্থার নামের চেহারা দেওয়া হয়েছে: 


এর আগেও বুম এই একই পেজ-এর অন্য একটি ভুয়ো খবরের পর্দাফাঁস করেছিল, যেখানে দাবি করা হয়েছিল যে, এক মুসলিম মেয়ে আজানের সময় তার প্রিয় কোরীয় গানের ব্যান্ড বিটিএস-এর 'ডাইনামাইট' নামের গানটি বাজাচ্ছিল বলে তাকে নাকি জরিমানা করা হয় এবং গ্রেফতারও করা হয়। 

বুম কোকা-কোলার প্রতিক্রিয়া জানতে চেয়েছে এবং তা পেলে সেই অনুযায়ী প্রতিবেদনটি হালনাগাদ করা হবে। 

আরও পড়ুন: নুসরত জাহানের কোলে সদ্যোজাত ঈশান বলে সোশাল মিডিয়ায় ছড়াল ফোটোশপ ছবি

Tags:

Related Stories