Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

টুলকিট কাণ্ড: ট্রেনের মধ্যে গ্রেটা থুনবার্গের সম্পাদিত ছবি ফিরে এল

বুম দেখে ট্রেনের মধ্যে পরিবেশকর্মী গ্রেটা থুনবর্গের খাওয়ার দৃশ্যটি ডেনমার্কে তোলা।

By - Debalina Mukherjee | 3 March 2021 7:06 PM IST

একটি জোড়াতালি দেওয়া ছবিতে, সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে (Greta Thunberg) একটি ট্রেনের কামরায় বসে খেতে দেখা যাচ্ছে। আর কাঁচের জানলার বাইরে থেকে, তাঁর দিকে তাকিয়ে আছে কিছু দারিদ্র-পীড়িত বাচ্চা। ছবিটি মিথ্যে ক্যাপশন সহ ভাইরাল হয়েছে।

ভাইরাল ছবিটির সঙ্গে দেওয়া তেমনিই একটি ক্যাপশনে বলা হয়েছে, "তাঁর মুখোশ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ @sudhirchaudhary ji। #AskGretaWhy''।

চলমান কৃষক আন্দোলনের পক্ষে থুনবার্গ টুইট করার পরই এই জোড়াতালি দেওয়া ছবিটি আবার ফিরে এসছে। ৪ ফেব্রুয়ারি থুনবার্গ একটি টুইটও শেয়ার করেন যাতে একটি 'টুলকিট' ছিল। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ওই টুলকিটের সম্পর্ক আছে, এই অভিযোগে সেটি সরকারের রোষের মুখে পড়ে। থুনবার্গ পরে সেই টুলকিটটি ডিলিট করে দিয়ে তার একটি 'সাম্প্রতিক' সংস্করণ শেয়ার করেন।

সেই ডিলিট করা টুলকিটে এক বড় ধরনের বিক্ষোভের আহ্বান জানানো হয়েছিল। সেটি শেয়ার করার জন্য, থুনবার্গেকে সোশাল মিডিয়ায় ব্যাপক ভাবে ট্রোল করা হয় বা আক্রমণের সম্মুখীন হতে হয়।

বেঙ্গালুরুর পরিবেশ কর্মী দিশা রবি ওই টুলকিটের সঙ্গে যুক্ত ছিলেন, এই অভিযোগে দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে।

টুইটটি আর্কাইভ করা আছে এখানে। 

অন্য একটি টুইটে বলা হয়, "ভারত এই বিরোধী শক্তিগুলিকে প্রশ্ন করছে #AskGretaWhy।" টুইটটির আর্কাইভ করা আছে এখানে

একটি ক্যাপশনে বলা হয়েছে, "আমরা এই রকম। আমাদের প্রোপাগ্যান্ডা এই রকম। আর এই ভাবে আমাদের মুখোশ খুলে যাচ্ছে। #AskGretaWhy।" সেটি আর্কাইভ করা আছে এখানে

আরও পড়ুন: হ্যাঁ, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রচারে ভিন্ রাজ্যের যান ব্যবহার করছে

তথ্য যাচাই

বুম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দেখে যে, সেটি ২২ জানুয়ারি ২০১৯-এ গ্রেটা থুনবার্গের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ছিল। টুইটটির ক্যাপশনে বলা হয়, "ডেনমার্কে মধ্যাহ্ন ভোজ।" ছবিটিতে থুনবার্গ একটি ট্রেনের কামরার টেবিলে রাখা নানা ধরনের খাবারের সামনে বসে আছেন। আর জানলার বাইরে জঙ্গলের গাছপালা দেখা যাচ্ছে।"

এর পর, ভাইরাল ছবিটির যে অংশে দরিদ্র শিশুদের বসে থাকতে দেখা যাচ্ছে, আমরা সেই অংশটি কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি। তার ফলে, ২৩ অগাস্ট, ২০০৭ সালে, রয়টর্সের একটি রিপোর্ট আমরা দেখতে পাই। তাতে ওই একই ছবি ছিল। রয়টার্সের চিত্রসাংবাদিক স্টেফানি হ্যানকক ছবিটি তুলেছিলেন। ক্যাপশনে বলা হয়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক-এর গ্রাম বোদৌলির কাছে এক জঙ্গলে বসবাসকারী শিশুদের দেখা যাচ্ছে ছবিতে। বাস্তুচ্যুত মানুষদের জন্য তৈরি এক ক্যাম্পে রয়েছে তারা। ওই রিপোর্টটিতে বলা হয়, "জানুয়ারি ২০০৬ তে, সরকারি সেনারা হঠাৎই কোরোসিগনা আক্রমণ করে। সেটা ছিল ওই সাবেক ফরাসি উপনিবেশে দু'বছর ধরে বিদ্রোহীদের সঙ্গে চলতে থাকা যুদ্ধের অঙ্গ।"

জোড়াতলি দেওয়া ছবি ২০১৯- ভাইরাল হয়

ওই একই জোড়াতালি দেওয়া ছবি ২০১৯-এর শুরুতেও ভাইরাল হয়। ইংরেজি সংবাদ মাধ্যম 'মেট্রোজ ওয়েবসাইট'-এ ২৭ সেপ্টেম্বর, ২০১৯-এ প্রকাশিত একটি রিপোর্ট দেখতে পাই আমরা। রিপোর্টটির শিরোনাম ছিল এই রকম, "দরিদ্র শিশুদের সামনে গ্রেটা থুনবার্গের লাঞ্চ খাওয়ার ভুয়ো ছবি নিয়ে তোলপাড়'। রিপোর্টটিতে বলা হয়, ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর ছেলে গ্রেটা থুনবার্গের ওই ভুয়ো ছবিটি শেয়ার করে।"

Tags:

Related Stories