দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন (Anti-CAA) বিরোধী এক প্রতিবাদ সভায় রাষ্ট্রীয় জনহিত সংঘর্ষ দলের জাতীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ভানু প্রতাপ সিংহের (Bhanu Pratap Singh) ভাষণের পুরনো ভিডিও হিমালয়া ভেষজ পণ্য উৎপাদনকারী সংস্থার মালিক (Himalaya Company) মালিক মোহাম্মদ মানালের বক্তব্য বলে সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে।
ভাইরাল ভিডিওর ব্যক্তিকে তাঁর হিন্দি ভাষণে রিলায়েন্স ও যোগগুরু রামদেবের বাণিজ্যিক সংস্থার পণ্য বয়কট করার ডাক দিতে দেখা যায়।
ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়, "হিমালয় কোম্পানির মালিক মোহাম্মদ মানাল, দেখুন কিভাবে বিষ ফুঁকছেন। এর বক্তৃতা শুনুন এবং সতর্ক হোন, হিমালিয়া আয়ুর্বেদিক ওষুধ থেকে শুরু করে বিউটি প্রোডাক্ট, liv52 সিরাপ থেকে শুরু করে হিমালিয়া নিম তুলসি আর hand sensitiser, হিমালয় নামটি শুনলেই আমরা দ্রুত আবেগপ্রবণ হয়ে যাই, তাই এই সত্যতা শুনুন। সমস্ত কিছুর মধ্যেও অবশ্যই মনে রাখুন। সমস্ত গ্রুপ এ শেয়ার করুন যাতে ওই হিমালয়া কোম্পানির মালিক মোহাম্মদ মানাল এর ব্যবসা বন্ধ হয়।" (ক্যাপশনের বানান অপরিবর্তিত)
ভিডিওটি দেখুন এখানে।
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
আরও পড়ুন: ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভিডিওতে ভাষণ দেওয়া ব্যক্তি রাষ্ট্রীয় জনহিত সংঘর্ষ দলের জাতীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ভানু প্রতাপ সিংহে, হিমালয়া সংস্থার মালিক এম মানাল নন।
বুম ভিডিওটির ডানপাশে 'টাইমস এক্সপ্রেস ভয়েস অফ ডেমোক্রাসি' নামের এক প্রতীক দেখতে পায়। এই সূত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করায় আমরা 'টাইমস এক্সপ্রেস' নামের সেই যাচাই করা ইউটিউব চ্যানেল খুঁজে পাই।
এছাড়াও আমরা ভাইরাল ভিডিওতে সিএএ, এনআরসি সংক্রান্ত কিছু কালো ব্যানার দেখতে পাই। আমরা আবার প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ভিডিওটির এক দীর্ঘ সংস্করণ ওই ইউটিউব চ্যানেলেই খুঁজে পাই।
২০২০ সালের ২৫ জানুয়ারি ভিডিওটি ইউটিউবে আপলোড করে ক্যাপশন হিসাবে লেখা হয়, "হিন্দুস্তানি বলা বন্ধ করুন - ভানু প্রতাপ সিংহ! সিএএ নিয়ে মুসলমানদের মধ্যে আলোড়ন তৈরি করলেন"।
(হিন্দিতে লেখা শিরোনাম: हिंदुस्तानी कहना बंद करो - भानु प्रताप सिंह! CAA पर मुसलमानों के बीच मचाया तहलका)
এছাড়াও আমরা ইউটিউবে আপলোড করা ভিডিওটির বিবরণী অংশে ভাষণ দেওয়া ব্যক্তিকে উকিল ভানু প্রতাপ সিংহ বলে পরিচয় দেওয়া হয়।
প্রায় ১২ মিনিট দীর্ঘ বড় সংস্করণের ওই ভিডিওটির ৪ মিনিট ৩৬ সেকেন্ড সময় থেকে ভাইরাল ভিডিওর বক্তব্য দেখতে পাওয়া যাবে।
বুম আইনজীবী ভানু প্রতাপ সিংহ শব্দগুলি ব্যবহার করে গুগল সার্চ করে ভানু প্রতাপের টুইটার অ্যাকাউন্ট খুঁজে পায়। টুইটারের পরিচিতি অনুযায়ী রাষ্ট্রীয় জনহিত সংঘর্ষ দলের জাতীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী। ভানু প্রতাপের নিজস্ব ফেসবুক পেজে একাধিক ভাষণের ভিডিও পাওয়া যায়।
হিমালয়া সংস্থার প্রতিষ্ঠাতা ভিন্ন ব্যক্তি
হিমালয়া ভেষজ পণ্য প্রস্তুতকারী সংস্থার ওয়েবসাইটে গিয়ে আমরা দেখি সংস্থার প্রতিষ্ঠাতা এম মানাল ১৯৮৬ সালে মারা গেছেন।
নিচে ভিডিওর ব্যক্তি ও হিমালয়া সংস্থার প্রতিষ্ঠাতা এম মানালের ছবির তুলনা করা হল।
বুম আগে একই ভুয়ো দাবি সহ ভিডিওটি ভাইরাল হলে ২০২১ সালের জুলাই মাসে ভাইরাল ভিডিওটির তথ্য যাচাই করেছিল।
বুম আগেও হিমালয় সংস্থা সংক্রান্ত ভুয়ো খবর তথ্য-যাচাই করেছে। পড়ুন এখানে।
আরও পড়ুন: বিজয়ন ও লুলু গোষ্ঠীর প্রধানের গাড়ির চালক? না, আমিরশাহির মন্ত্রী